বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৩:৪৩ পিএম

‘রিজিক’ নিয়ে পোস্ট, কাকে ইঙ্গিত বারিশার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৩:৪৩ পিএম

‘রিজিক’ নিয়ে পোস্ট, কাকে ইঙ্গিত বারিশার

বারিশা হক

অভিনয়ের চেয়ে মডেলিং এবং বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের জন্যই বেশি পরিচিত বারিশা হক। নানা কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা থাকেন তিনি। সম্প্রতি আলোচিত ইনফ্লুয়েন্সার তনির সঙ্গে বিতন্ডায় জড়িয়ে শিরোনাম হন।

এছাড়া নানান ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের মত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবার বারিশার পোস্টে দেখা গেল ভিন্ন এক বার্তা।

শনিবার (২২ মার্চ) ফেসবুকে একটি পোস্ট করেছেন বারিশা হক। অভিনেত্রী লেখেন, ‘আমার বাচ্চাকে বুলিং করার জন্য যদি কারো চাকরি বা রিজিক নষ্ট হয় সেটা আমি চাই না। আমি শুধুমাত্র চাই মেয়েটি যেন নিজের ভুল বুঝতে পারে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি।’

এর আগে, বারিশা হক একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, ‘রেজুভা ওয়েলনেস’ নামক একটি প্রতিষ্ঠান তাদের এক কর্মীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে যাচ্ছেন। কারণ সেই নারী কর্মী বারিশা হকের সন্তানকে বুলিং করে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেই পোস্টও শেয়ার করতে দেখা গেছে বারিশাকে। এরপরই সেই নারী কর্মীকে নিয়ে স্ট্যাটাস দেন বারিশা। জানান, কারো রিজিক নষ্ট করার পক্ষে নন তিনি।

বারিশার সেই স্ট্যাটাসে মন্তব্য করে নিজেদের মতামত জানাচ্ছেন অনুরাগীরাও। কেউ লিখেছেন, ‘বাচ্চাদের বুলিং করা যে বাচ্চাদের জন্য কতটা ক্ষতি নিজের বাচ্চা না হলে কেউ বুঝবে না।’ অন্য একজনের মন্তব্য, ‘সবাই সবার নিজের ভুল বুঝতে পেরে শুধরে যাক।’ কারো মন্তব্য, ‘বাচ্চারা নিষ্পাপ, ওদের নিয়ে এসব কথা বলতে হয় না।’

বারিশা হক, একাধারে একজন উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন বারিশা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন। এভাবেই শুরু হয় বারিশার পথ চলা। বর্তমানে মডেলিং কিংবা অভিনয়ের চেয়ে ব্রান্ড প্রমোশনেই বেশি ব্যস্ত থাকেন বারিশা হক। 

আরবি/এসএমএ

Link copied!