শুধু অভিনয় নয়, নিজের মতামত স্পষ্টভাবে জানাতেও পিছপা নন শবনম ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়া ছবি ও এডিটিং কাণ্ডের মুখোমুখি হওয়ায় অভিনেত্রী আর চুপ থাকতে পারেননি।
সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি ক্ষোভে ফেটে পড়েন।
তিনি লেখেন, ‘এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে!’
এমন সাহসী মন্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ফারিয়ার কথায় স্পষ্ট, তিনি দমে যাওয়ার পাত্রী নন।
তারপরই একরাশ খোঁচা দিয়ে লেখেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে অভিনেত্রীদের মুখ বসিয়ে আপত্তিকর ছবি ছড়ানোর প্রবণতা নিয়ে নিন্দার ঝড় ওঠে। কিছুদিন আগেই চিত্রনায়িকা পরীমণির মুখ বসানো এমন কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এবার সেই একই অপকৌশলের শিকার হলেন শবনম ফারিয়া। অভিযোগ ওঠে, সাবেক এক ছাত্রলীগ নেতার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই এ ছবি ছড়ানো হয়েছে।
ফারিয়া এর আগেও সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন। তাকে নিয়ে এক যুবকের আপত্তিকর মন্তব্যের জেরে সেই যুবক চাকরি হারান।
এবারও তিনি বিষয়টি হালকা করে দেখছেন না। বরং রসিকতা করলেও সেটার ভেতরে লুকিয়ে আছে তীব্র প্রতিরোধ আর সামাজিক বার্তা- ‘নারীকে উপহাস নয়, সম্মান দাও।’
আপনার মতামত লিখুন :