ছোট পর্দার পরিচিত মুখ ইরফান সাজ্জাদ এবার সিনেমার জগতে পা রাখতে চলেছেন। অভিনয়ে নিয়মিত এ অভিনেতা ভক্তদের জন্য নিয়ে এসেছেন এক দারুণ চমক।
এক সাক্ষাৎকারে তিনি জানান, ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে কয়েকটি কাজ শেষ করেছেন, আরও তিনটি কাজ হাতে রয়েছে। তবে বড় চমক হলো, তাঁর অভিনীত সিনেমা ‘আলী’ মুক্তির অপেক্ষায়।
‘আলী’ সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী ইরফান। তার ভাষায়, ‘এই ছবির কনসেপ্ট বাংলাদেশের জন্য একদম নতুন। এমন চরিত্রে এর আগে কোনো নায়ককে দেখা যায়নি।’
সিনেমাটিতে তিনি একজন বোবা ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের চরিত্রে অভিনয় করেছেন, যার মুখে কোনো সংলাপ নেই,সম্পূর্ণ সাইন ল্যাঙ্গুয়েজে চলবে তার অনুভব প্রকাশ।
যদিও এটি একটি বাণিজ্যিক ঘরানার ছবি, তবু নির্মাণশৈলীতে আছে এক্সপেরিমেন্টের ছাপ। ভক্তদের উদ্দেশ্যে ইরফান বলেন, ‘আশা করছি, কাজটি সবার ভালো লাগবে।’
বেসরকারি টেলিভিশনের প্রোগ্রামের মাধ্যমে যাত্রা শুরু করে ধীরে ধীরে ছোট পর্দার প্রিয়মুখে পরিণত হন ইরফান সাজ্জাদ।
বিজ্ঞাপন থেকে নাটক, সব জায়গায়ই নিজের জায়গা গড়ে তুলেছেন। এখন বড় পর্দায় নতুন রূপে হাজির হওয়ার অপেক্ষায় এ তারকা।
আপনার মতামত লিখুন :