ভারতের সঙ্গে কোনো উত্তেজনা বাড়াতে চায় না পাকিস্তান। তবে ভারত যদি আগ্রাসী আচরণ করে কিংবা যুদ্ধের পথে অগ্রসর হয়, তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বুধবার (৩০ এপ্রিল) এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান।
গত ২২ এপ্রিল, ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। হামলার পেছনে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শিথিল করে ভারত।
পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে, তা দুই দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেন ইসহাক দার।
পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বনেতারা সংযমের আহ্বান জানাচ্ছেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, পাকিস্তান কখনোই আগে কোনো উত্তেজনা সৃষ্টি করবে না বা যুদ্ধ শুরু করবে না। তবে ভারত যদি আমাদের প্ররোচিত করে কিংবা আগ্রাসন চালায়, তাহলে আমরা যথাযথ ও কঠোর জবাব দেব।’
পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উল্লেখ করেন, ‘পবিত্র কোরআনে বলা আছে, ‘কেউ একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। আর কেউ যদি একজনকে বাঁচায়, সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল।’ পাকিস্তান এ নীতি মেনে চলে বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘পেহেলগাম হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এবং কাশ্মিরিদের অধিকার খর্ব করতে চায়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরও ভারত একই কৌশল নিয়েছিল। এবারও তেমনটাই করছে।’
ইসহাক দার আরও বলেন, ‘আমরা পেহেলগাম হামলার নিন্দা জানিয়েছি এবং হতাহতদের জন্য শোক প্রকাশ করেছি। পাকিস্তান জানে সন্ত্রাসবাদের শিকার হওয়া কতটা কষ্টকর, কারণ আমরা নিজেরাই এর দীর্ঘকালীন শিকার।’

 
                            -20250501002849.jpg) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন