বাংলাদেশের স্বাধীনতা দিবস (২৬ মার্চ) ও পয়লা বৈশাখকে (বাংলা নববর্ষ) আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সিনেট।
এ উপলক্ষে স্টেটের রাজধানী অলবেনিতে আয়োজিত এক বিশেষ অধিবেশনে বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিদের উপস্থিতিতে দুটি পৃথক প্রস্তাব পাস হয়।
এই ঐতিহাসিক স্বীকৃতিকে অভাবনীয় অর্জন হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন, এটি শুধু নিউইয়র্কে নয়, বরং বিশ্বব্যাপী বাঙালিদের জন্য এক গর্বের মুহূর্ত।
এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, ‘১৪ এপ্রিলকে নিউইয়র্ক গভর্নরের পক্ষ থেকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের ঐতিহাসিক অর্জন। আজ গভর্নরের অফিসে আমরা বাংলা জাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হলাম।’
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, ‘বিশ্বের রাজধানী বলা হয় নিউইয়র্ককে, আর নিউইয়র্ক স্টেটের রাজধানী হলো অলবেনি। আমরা আজ এখানে বাংলাদেশি ডে উদ্যাপন করছি, এটা আমাদের জন্য সম্মানের বিষয়।’
একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ বলেন, ‘পয়লা বৈশাখ কোনো ধর্মীয় উৎসব নয়, বরং এটি আমাদের জাতিসত্তার প্রকাশ। নিউইয়র্ক স্টেট কর্তৃপক্ষ আমাদের এই সংস্কৃতিকে সম্মান জানিয়ে যে স্বীকৃতি দিয়েছে, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট সিনেটে দুটি দিবসকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যা নিউইয়র্কের প্রবাসী বাঙালি সমাজের সাংস্কৃতিক অবস্থানকে আরও সুদৃঢ় করল।
আপনার মতামত লিখুন :