যৌবন ধরে রাখতে নিজের মূত্র পান করেছেন ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়াল। এমনকি এটিকে অমৃত দাবি করে এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালের অভিনয়ে মুগ্ধ হয়েছেন নব্বই দশকের সিনেমাপ্রেমীরা। এক সিনেমাতে অভিনয় করেই সারা ফেলেছিলেন তিনি। তবে হঠাৎ করে নিশ্চুপ এই অভিনেত্রী নিজের মূত্র পান করে আলোচনায় এসেছেন।
সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে মূত্র পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। এমন কথা সোশ্যাল মিডিয়াতে নিজেই জানিয়েছিলেন তিনি। যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অনু আগারওয়ালও জানালেন, তিনিও একই কাজ করেছেন এবং এর সুফলও পেয়েছেন।
এক অনুষ্ঠানে ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে অনু আগারওয়াল বলেন, ‘মূত্র পান করা যোগ ব্যায়ামের অনুশীলন। এটা খুব গুরুত্বপূর্ণ চর্চা। তবে নিজের সম্পূর্ণ মূত্র পান করবেন না। একটা নির্দিষ্ট অংশ আছে যেটাকে অমৃত হিসেবে ধরা হয় সেটাই পান করবেন।’
অভিনেত্রীর ধারণা, নির্দিষ্ট ওই অংশটুকু অ্যান্টি-এজিং বা বয়সনিরোধক। এ ছাড়া ত্বকের বলিরেখা দূর করে এবং সুস্থতার জন্য খুবই উপকারী।
বিজ্ঞানের পক্ষ থেকে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ নেই, এমন প্রশ্ন করা হলে অনু জানান, ‘বিজ্ঞান ২০০ বছরের পুরোনো আর যোগব্যায়াম ১০ হাজার বছর ধরে চলছে। তাহলে আপনি কার কথা শুনবেন? আমি সম্পূর্ণরূপে এর পক্ষে।’
এর আগে দ্য লালনটপকে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছিলেন, অভিনেতা অজয় দেবগানের বাবা তাকে নিজের প্রস্রাব পান করার পরামর্শ দিয়েছিলেন। চোট সারাতে নিজের প্রস্রাব পান করেছেন তিনি।
তবে পরেশ রাওয়ালের বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস। তিনি বলেন, ‘কেউ বললেই নিজের প্রস্রাব পান করবেন না। কারণ মূত্র পান করলেই যে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।’
আপনার মতামত লিখুন :