রবিবার, ০৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৬:৪৫ পিএম

অভিনয়ে ফিরবেন না মৌসুমি: ওমর সানি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৬:৪৫ পিএম

অভিনয়ে ফিরবেন না মৌসুমি: ওমর সানি

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকাজুটি ওমর সানি ও মৌসুমি। ছবি : সংগৃহীত

প্রিয়দর্শিনী মৌসুমী এখন রূপালি পর্দার বাইরে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পরিবারকে ঘিরে আবর্তিত তার নতুন জীবন। একসময় ছিলেন ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা।

সেই মৌসুমী আজ স্বামী ওমর সানির কণ্ঠে উচ্চারিত এক সংবেদনশীল বাক্যে যেন নিজেকে মুছে ফেলতে চাচ্ছেন ‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’। সিনেমাপ্রেমীদের কাছে এই কথা শুধু একটি অভিমান নয়, বরং চলচ্চিত্রের প্রতি এক বিস্তৃত হতাশার নিঃশ্বাস।

ওমর সানি বলেন, ‘মৌসুমী এখনই দেশে ফিরছেন না। মেয়ের পড়াশোনা আর অসুস্থ মাকে ঘিরেই তার সময় কাটছে। আমাদের মেয়েকে একা রেখে দেশে ফেরাটা ওর জন্য সম্ভব নয়।’ 

শুধু পারিবারিক ব্যস্ততা নয়, চলচ্চিত্র জগতের বর্তমান ধারা নিয়েও রয়েছে মৌসুমীর আক্ষেপ। সানি জানান, ‘তার (মৌসুমী) অভিনয়ে ফেরার ইচ্ছা এখন আর নেই।’ 

সানি আরও বলেন, ‘এখনকার পরিস্থিতি দেখার পর সে আমাকে বলেছে, ‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’ এই কথাটা খুবই কষ্টের, দুঃখের একটা বিষয়।’

নতুন প্রজন্মের শিল্পীদের সৌজন্যবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন সানি। তার ভাষায়, ‘নতুনরা যারা এখন লিড করছে তারা তো পাত্তাই দিতে চান না। 

অনেকেই ভাবে তারা এখন মৌসুমীর চেয়ে অনেক বড় তারকা হয়ে গিয়েছেন।’ এমন মন্তব্য শুধু একটি প্রজন্মগত ফারাক নয়, বরং একটি মূল্যবোধগত বিভাজনের কথাও বলে দেয়।

মৌসুমী অভিনয়, গান, পরিচালনা তিনটি ক্ষেত্রেই তার প্রতিভা ছড়িয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে থেকেও এই তারকাকে থেমে থাকতে দেখা যায়নি। 

সম্প্রতি নিউ ইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’ গানে পারফর্ম করেছেন তিনি। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে তার এই প্রচেষ্টা সত্যিই বিরল।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মাধ্যমে সিনেমায় অভিষেকের পর সালমান শাহর বিপরীতে প্রথম ছবি করেই বাজিমাত করেছিলেন মৌসুমী। 

তারপরের ইতিহাস একটির পর একটি হিট সিনেমা, জাতীয় পুরস্কার, দর্শকের হৃদয়ে স্থায়ী আসন। অথচ আজ এই শিল্পী নিজেই তার অতীতকে ভুলে যেতে চাইছেন। এমন বিদায় শুধু একজন নায়িকার নয়, বরং এক যুগের নীরব পতন।

তবে ওমর সানি নিজে এখনো পুরোপুরি অভিনয় ছাড়েননি। সময়-সুযোগ পেলেই ফিরবেন পর্দায়, এমন ইঙ্গিত দিয়ে রাখলেন। এর মধ্যেই তিনি যুক্ত হয়েছেন একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে। 

আর মৌসুমী? হয়তো মঞ্চে গান গাইবেন, কখনো কোনো উৎসবে হাসিমুখে থাকবেন, তবে ‘নায়িকা মৌসুমী’ তিনি আপাতত আর ফিরছেন না।

আরবি/নক

Link copied!