মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:৫১ পিএম

আমার মেয়ে একদিন যুদ্ধবিমান চালাবে: আসিফ আকবর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:৫১ পিএম

আমার মেয়ে একদিন যুদ্ধবিমান চালাবে: আসিফ আকবর

কন্যা আইদাহ এর সঙ্গে কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই খোলামেলা মানুষ, অন্তর থেকে যা আসে তাই বলেন। গান, প্রতিবাদ কিংবা আবেগ-যেটাই হোক না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি বরাবরই আলোচনায়। 

এবার তার মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের জন্মদিনে এক আবেগঘন পোস্টে নিজের ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে যান তিনি। লেখেন নিজের জীবনের ‘টার্নিং পয়েন্ট’আইদাহ্-কে নিয়ে, জানান স্বপ্নের কথা- ‘আইদাহ্ বড় হয়ে একদিন ফাইটার প্লেন চালাবে’।

সোমবার সকালে ফেসবুকে মেয়ের জন্মদিন উপলক্ষে দুটি ছবি পোস্ট করেন আসিফ আকবর। একটিতে দেখা যায়, হলুদ রঙের জামা পরে আইদাহ্ মাথায় পরে আছে হলুদ রঙের ব্যান্ড। আরেক ছবিতে বাবা-মেয়ের সেই চিরচেনা মমতাময় দৃশ্য: মেয়েকে বুকে টেনে নিয়ে কপালে আদরের চুমু দিচ্ছেন বাবা।

স্ট্যাটাসে লেখেন-‘আজ আমাদের মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের জন্মদিন। তিন বছর পেরিয়ে আইদাহ্ এখন চার বছরে পড়লো। আমার জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আইদাহ্। হাসিখুশি মেয়েটা আমার জিদ্দিও যথেষ্ট।’

এরপরই জানান নিজের স্বপ্নের কথা-‘নিজের জীবন নিয়ে মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার খুব শখ আইদাহ্ বড় হয়ে একদিন ফাইটার প্লেন চালাবে। সেই লক্ষ্যেই যা যা করণীয়, বাবা হিসেবে সবই করবো ইনশাআল্লাহ।’

তিনি আরও যোগ করেন, ‘তার জীবনের শিক্ষা এবং গতিপ্রকৃতি নিয়ে ভবিষ্যতের প্ল্যানে আছি। বেঁচে থাকলে ওর গ্র্যাজুয়েশন দেখে যেতে চাই, বাকি আল্লাহ মালিক জানেন।’

তবে মেয়ের জন্মদিনে পাশে থাকতে পারার সৌভাগ্য হয়নি আসিফের। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় কনসার্টে ব্যস্ত তিনি। 

সেখান থেকেই জানান-‘মেয়ের জন্মদিনে ঢাকায় নেই। দক্ষিণ কোরিয়ায় এসেছি কনসার্টে। এখানে বাচ্চাদের সাথেই সময় কাটাবো, গান গাইবো। খুব মিস করবো, কিছু করার নেই। মেয়ে আমাকে সবসময় খুঁজে বেড়ায়, বাসায় থাকলে পাশেই থাকে।’

পোস্টের শেষে সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়ে লেখেন-‘শুভ জন্মদিন আইদাহ্ মা'মনি। আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম।’আসিফ আকবরের এই পোস্টে ইতোমধ্যেই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা জানান ভক্ত-অনুরাগীরা। 

সংগীতাঙ্গনের এই ‘যুবরাজ’ এর পিতৃত্বস্নেহে ভেসে ওঠে এক বাবা ও মেয়ের অসাধারণ সম্পর্কের গল্প-যেখানে ভালোবাসা, স্বপ্ন আর দায়িত্ব একাকার হয়ে আছে।

আরবি/নক

Link copied!