মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৩:১৫ পিএম

মাকে নিয়ে গান বাঁধলেন সামিনা চৌধুরী-মুরাদ নূর 

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৩:১৫ পিএম

মাকে নিয়ে গান বাঁধলেন সামিনা চৌধুরী-মুরাদ নূর 

কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী সঙ্গে সুরকার মুরাদ নূর। ছবি: সংগৃহীত

বাংলা গানে নান্দনিকতা রুচিশীলতার ছোঁয়ায় অনন্য যার নাম, তিনি দেশের গুণী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। প্রেম বিরহ ফোক সব ধরনের গান গাইলেও, মাকে নিয়ে কখনো গান করা হয়নি, মুরাদ নূরও রুচিশীলতায় ঐতিহাসিক সৃষ্টিতে উজ্জ্বল এক নাম।

দু'জন প্রথমবারের মতো মাকে নিয়ে গান বাঁধলেন। কামরুল নান্নুর কথায়, মুরাদ নূরের সুরে, সামিনা চৌধুরীর কণ্ঠে গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। ‘নাড়ীর বন্ধন’ শিরোনামের গানটি মা দিবসে প্রকাশিত হবে।

মাকে নিয়ে গান করার অনুভূতি জানতে চাইলে সামিনা চৌধুরী জানান, ভীষণ প্রাপ্তি প্রাপ্তি লাগছে। মা আল্লাহর রহমতে সুস্থ আছেন, মায়ের গর্ভে সুরের পরিবারে জন্মেছি, সেই সুরে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ বুঝানোর মতো না।

পৃথিবীর সকল মাকে উৎসর্গ করলাম এই গান। মুরাদ নূরের সাথে আমার বেশ কিছু সৃষ্টি হচ্ছে, 'মেঘবরষা' শিরোনামের একটি গান বেশ প্রশংসিত। তরুনদের মধ্যে সে ভীষণ মেধাবী। শৈল্পিক স্টুডিওর আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করবো, সবকিছুর দায়িত্বই নূরকে দেই, সে প্রত্যাশার মতোই করেছে।

সুরকার মুরাদ নূর বলেন, আলহামদুলিল্লাহ। মা বেঁচে আছেন, তাকে নিয়ে গান বেঁধে শুনাতে পেরেছি, এটাই আমার স্বার্থকতা; আমার প্রাপ্তি। সামিনা আপার সাথে কাজ করতে পারা আমার স্বপ্ন পূরণ আর সৌভাগ্যের বহিঃপ্রকাশ। আপা আমাকে ভীষণ স্নেহ করেন, আমার পরিচালিত সময়কে সম্মান করেন। প্রফেশনালি কাজ করতে গেলে অনেক ধরনের কাজ করতে হয়, সবসময় মান ধরে রাখা কষ্টকর। কিছু কাজের সাথে আপোষ করা যায় না; নিজেকে উজাড় করে দেওয়া যায়। এটি তেমনই একটি সৃষ্টি।

গীতিকার কামরুল নান্নু বেঁচে থাকার গান লিখেছেন। আমরা সবাই ভীষণ উচ্ছ্বসিত নাড়ীর বন্ধনে। ৮ মে ২০২৫ আসছে মা দিবসে 'নাড়ীর বন্ধন' গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে ‘সামিনা চৌধুরী অফিসিয়াল’ ইউটিউব, ফেসবুকসহ সকল ডিজিটাল প্লাটফর্মে।

উল্লেখ্য, নাড়ীর বন্ধনের মিউজিক ভিডিও নির্মান করেন সামিনা চৌধুরী নিজেই। 

রূপালী বাংলাদেশ

Link copied!