শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ১১:৩৪ পিএম

স্বামীকে প্রশংসায় ভাসালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ১১:৩৪ পিএম

মডেল শাম্মি ইসলাম নীলা ও তার প্রশান্তির মূল কারিগর তার স্বামী।  ছবি: সংগৃহীত

মডেল শাম্মি ইসলাম নীলা ও তার প্রশান্তির মূল কারিগর তার স্বামী। ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা আবারও আলোচনায়। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’-এর মুকুট জয়ের পর থেকেই লাইমলাইটে থাকা এই মডেল জানান, দাম্পত্য জীবন তাকে দিয়েছে অভূতপূর্ব প্রশান্তি আর সেই প্রশান্তির মূল কারিগর তার স্বামী।

চলতি বছরের জানুয়ারির শুরুতে বিয়ের পিঁড়িতে বসেন নীলা। পাত্র কে, তা এখনো রহস্যে ঢাকা, কিন্তু স্বামীর প্রশংসায় মুগ্ধতার চাদরে ঢেকে রাখলেন তার পুরো বিবাহিত জীবন।

‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’এর প্রস্তুতিসভায় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নীলা বলেন, ‘বিয়ে যদি শান্তির হয়, তাহলে সবারই বিয়ে করা উচিত। একজন সাপোর্টিভ পার্টনার থাকলে জীবনের অনেক কিছু সহজ হয়ে যায়। আমার স্বামী সেইরকমই একজন মানুষ।’

নীলার কথায় স্পষ্ট, এই সম্পর্কটা শুধু ভালোবাসার নয়, শ্রদ্ধা আর সহানুভূতিরও। তিনি জানান, ‘বিয়ের পর জীবনটা অনেক বদলে গেছে, কিন্তু সেই বদলটা আশীর্বাদের মতো। একজন কাজ বুঝে, অনুভব করেএমন জীবনসঙ্গী পাওয়াটাই তো চাওয়া ছিল।’

শুধু স্বামীই নয়, শ্বশুরবাড়ি নিয়েও উচ্ছ্বাস লুকাননি তিনি। বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোকেরা অসাধারণ। আমার শাশুড়ি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন, সাপোর্ট করেন। মিডিয়ার মানুষ হওয়া সত্ত্বেও তারা আমার পেশাকে সম্মান করেন। এমন একটা পরিবারই আমি চেয়েছিলাম।’

শাশুড়ির সঙ্গে সম্পর্কটাও বউ-শাশুড়ির চেনা ছকের বাইরে। বরং সেখানে আছে এক মা-মেয়ের নিবিড় টান। নীলা বলেন, ‘আমার শাশুড়ির সঙ্গে সম্পর্কটা বউ-শাশুড়ির না, মা-মেয়ের। তিনি আমার লাইফ পার্টনারের মাতাই তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দুটোই অনেক বেশি।’

একসময় যিনি ছিলেন একজন জনপ্রিয় টিকটকার, আজ তিনি ফ্যাশনের রঙিন রাজ্যে নিজের পরিচিত নাম। টিকটক থেকে ফ্যাশন ইনফ্লুয়েন্সার, তারপর ‘মিস ওয়ার্ল্ড’ মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা সফরটা নীলার কাছে সহজ ছিল না, কিন্তু নিজের জায়গা তৈরি করে নিয়েছেন ধাপে ধাপে।

এখনও কাপড় আর ফ্যাশনই তার প্রথম ভালোবাসা। বলেন, ‘ব্র্যান্ড প্রোমোশন আমাকে সবথেকে বেশি সময়ের মূল্য দিতে পারছে। সেটা কখনোই ছেড়ে দিতে পারব না। ভবিষ্যতে নায়িকাও যদি হয়ে যাই, কাপড় নিয়ে আড্ডা চলবেই।’

নিজের লুক নিয়েও মজার ছলে বলেন, ‘জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি বাঙালি, আমাকে বাঙালিই লাগে; যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছি, তো বাঙালি না লাগলে তো আর বাংলাদেশ থেকে পাঠাবে না।’

আজ ৫ মে থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’পুরনো ‘সিসিএল’-এর নতুন রূপ। সেখানে নীলাও রয়েছেন তারকাদের তালিকায়। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাগ করে নেন নিজের জীবনের শান্তিময় দিকগুলো।

এই ম্যাচে তিনি হয়তো ব্যাট হাতে নামবেন কিছু রানের জন্য, কিন্তু জীবনের ইনিংসে নীলা ইতিমধ্যেই তুলে ফেলেছেন একটা ঝকঝকে সেঞ্চুরি। ভালোবাসা, শ্রদ্ধা আর বন্ধুত্বে গড়া একটি সাপোর্টিভ দাম্পত্য জীবন।

আরবি/নক

Shera Lather
Link copied!