মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৭:২৮ পিএম

শাহরুখ-অমিতাভ নয়, এবার পর্দা কাঁপাবে ‘এআই তারকা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৭:২৮ পিএম

শাহরুখ-অমিতাভ নয়, এবার পর্দা কাঁপাবে ‘এআই তারকা’

পদ্মভূষণ জয়ী ভারতীয় নির্মাতা শেখর কাপুর। ছবি : সংগৃহীত

সিনেমা হলে ঢুকলেই এখন আর ধুন্ধুমার অ্যাকশন নয়, গল্পের চেয়ে বড় হয়ে উঠছে প্রযুক্তি। আর সেই প্রযুক্তির এক নম্বর সেনানী হয়ে মাঠে নামলেন খোদ নির্মাতা শেখর কাপুর! 

তিনি এবার স্পষ্ট জানিয়ে দেন, ‘আমার শাহরুখ বা অমিতাভের দরকার নেই, এআই দিয়েই বানিয়ে ফেলব আমার তারকা!’

এমন ঘোষণা যে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলে তা নয়, চলচ্চিত্র দুনিয়ার অন্দরে রীতিমতো ভূকম্পন তুলে ফেলে।

সম্প্রতি ভারতের ‘ওয়েভস সামিট ২০২৫’-এ হাজির হয়ে তিনি বলেন, ‘অভিনেতারা শুধুই অভিনয় করেন, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন তারকা বানানো সম্ভব, যাদের একবার দেখলে দর্শক বুঝতেই পারবে না, মানুষ না যন্ত্র!’ 

তিনি আরও বলেন, ‘সে ছেলে হোক বা মেয়ে, সেই তারকার কপিরাইট থাকবে শুধুমাত্র নির্মাতার হাতে। বাস্তবে যা সম্ভব না, সেটাই করে দেখাবে এই প্রযুক্তি।’

সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে শেখর কাপুর বলেন, ‘অনেক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আছেন যারা মানুষই নন। তারা পুরোটাই এআই প্রযুক্তিতে বানানো। আর সেই ইনফ্লুয়েন্সাররাই এখন জায়গা করে নিচ্ছে মানুষের মগজে, অনুভবে।’

তার মতে, ‘যে পরিচালক নিজেই তারকা বানাতে পারে, তার জন্য শাহরুখ বা অমিতাভ লাগেই না।’

বলিউডে দীর্ঘদিন ধরেই চলে আসা এক অভিযোগ নিয়ে এবার মোক্ষম জবাব দেন শেখর।

তিনি বলেন, ‘তারকারা সিনেমা ফ্লপ করলেও পারিশ্রমিক নেন কোটি কোটি টাকা। আর সেই বোঝা বইতে গিয়ে মুখ থুবড়ে পড়ে প্রযোজকরা। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের ‘এআই’র দিকেই তাকাতে হবে।’

এই মন্তব্য যে নিছক আবেগ নয়, তা বোঝা যায়, যখন তিনি বলেন, ‘আমি যদি দক্ষ হই, তাহলে আমার তৈরি তারকাকেও দর্শক ভালোবাসবে। শুধু অভিনয় নয়, তারকার চেহারা, গলার টোন, এমনকি চোখের ভাষাও নিয়ন্ত্রণ করব আমি। এতদিন যারা বলতেন পরিচালকই সিনেমার আসল নায়ক, এবার সেটা প্রমাণ করে দেখাব।’

বলা বাহুল্য, পদ্মভূষণ জয়ী এ নির্মাতার এমন ঘোষণায় বলিউডের একাংশে কপালের ভাঁজ পড়েছে। আবার কেউ কেউ টিপ্পনীও কাটেন, ‘দাদা এটা যদি সত্যি হয়, তাহলে ভবিষ্যতের রেড কার্পেটে হেঁটে যাবে কোড আর কমান্ড!’

সিনেমার তারকারা কি এবার খেলা থেকে ছিটকে পড়বেন? না কি এআই আর বাস্তব তারকার মেলবন্ধনে খুলবে নতুন যুগের ‘ব্লকবাস্টার’?

সময় বলবে ঠিক কোথায় গিয়ে থামবে এই ‘ডিজিটাল বিপ্লবের সিনেমা’। তবে শেখর কাপুর যেভাবে ঘোষণা দিলেন, তাতে এটুকু নিশ্চিত যে এই ইনিংসে তিনিই এখন ‘ওপেনার’।

আরবি/নক

Link copied!