এবার ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলি অবরোধে সৃষ্ট খাদ্য সংকটের মধ্যে শান্তির আলাপে জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছে হামাস।
মঙ্গলবার (৬ মে) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ফিলিস্তিনি গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম জানান, ‘ক্ষুধা ও নিধন যুদ্ধের’ মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপের কোনো যৌক্তিকতা নেই।
বার্তা সংস্থা এএফপি-কে তিনি বলেন, গাজায় ‘ক্ষুধা, পিপাসা, হত্যার’ বিরুদ্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টি করা উচিত।
সামরিক অভিযানের মাধ্যমে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের দক্ষিণ গাজায় ‘স্থানান্তরিত করে অঞ্চলটি দখল করা হবে’- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন বক্তব্যের পর হামাসের পক্ষ থেকে প্রস্তাব প্রত্যাখ্যানের খবর আসলো।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর অবরুদ্ধ গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দাদের বহুবার স্থানান্তরিত করা হয়েছে।
গত ২ মার্চ গাজায় ইসরায়েলি হামলায় মধ্যে পূর্ণ অবরোধ শুরুর পর চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। ফলে মানবেতর জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা।
আপনার মতামত লিখুন :