ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, স্থগিত করা সিন্ধু নদের পানিবন্টন চুক্তির সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। পাকিস্তানে পানির প্রবাহ বন্ধই থাকবে। ভারতের নদীর পানি শুধুমাত্র ভারতের স্বার্থেই ব্যবহার করা হবে।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ভারতীয় টেলিভিশন চ্যানেল এবিপি নেটওয়ার্কের এক অনুষ্ঠানে এসব কথা বলেন। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে এই স্পষ্ট বার্তা দিলেন তিনি।
পাকিস্তানের নাম না নিয়েই নরেন্দ্র মোদি বলেন, ‘আজকাল গণমাধ্যমে পানি নিয়ে অনেক আলোচনা হচ্ছে... আগে, এমনকি ভারতের অধিকারের পানিও দেশ থেকে বেরিয়ে যাচ্ছিল। এখন ভারতের পানি ভারতের স্বার্থে প্রবাহিত হবে, ভারতের স্বার্থে সংরক্ষণ করা হবে এবং ভারতের অগ্রগতির জন্য ব্যবহার করা হবে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ কয়েক দশক ধরে, আমাদের নদীর জল উত্তেজনা ও সংঘাতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকারগুলোর সহযোগিতায়, নদীগুলোকে সংযুক্ত করার জন্য একটি বিশাল উদ্যোগ শুরু করেছে। কেন-বেতওয়া লিংক প্রকল্প এবং পার্বতী-কালিসিন্ধ চম্বল লিংক প্রকল্পে লাখ লাখ কৃষক উপকৃত হবেন।’
পেহেলগামে বন্দুকধারীদের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ছয় দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। ইতোমধ্যে চেনাব নদীর উপর বাগলিহার ও সালাল বাঁধ থেকে পাকিস্তানে পানিপ্রবাহ বন্ধ করা হয়েছে। প্রস্তুতি চলছে ঝিলাম নদীর উপর কিষাণগঙ্গা প্রকল্প থেকেও পানিপ্রবাহ কমানোর। এমন পরিস্থিতিতে আজ সন্ধ্যায় এমন মন্তব্য করলেন নরেন্দ্র মোদি।
১৯৬০ সালে সেপ্টেম্বরে করাচিতে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল সিন্ধু নদের পানিবন্টন চুক্তি। চুক্তি অনুসারে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবাহিত ছয়টি নদীর (সিন্ধু, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস ও শতদ্রু) পানি কে কত ভাগ পাবে, তা ঠিক হয়।
ভারত-পাকিস্তানের সম্পর্কের তীব্র উত্তেজনার মধ্যেও এর আগে কখনও সরকারিভাবে এই চুক্তি স্থগিত করা হয়নি। এমনকি, কার্গিল যুদ্ধের সময়ও নয়। তবে এবার পেহেলগাম হামলার ঘটনায় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত সরকার, যা বিশ্বের বিরল ঘটনা।
আপনার মতামত লিখুন :