ভারত-পাকিস্তান যুদ্ধকে ঘিরে বলিউডে সিনেমা নির্মাণের চল নতুন নয়। সর্বশেষ ১৯৬৫ সালের আকাশযুদ্ধ অবলম্বনে নির্মিত হয়েছে ‘স্কাই ফোর্স’।
এই ঐতিহ্যের ধারাবাহিকতায় সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতির মধ্যেও নতুন সিনেমা তৈরির তোড়জোড় শুরু করে বলিউড।
তবে শুক্রবার (৯ মে) রাতে পোস্টার প্রকাশের পরপরই তা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সমালোচনার মুখে পরিচালক উত্তম মাহেশ্বরী প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
৬ মে মধ্যরাতে পাকিস্তানে ভারতীয় বাহিনী চালায় ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযান। এর মাত্র দুদিনের মাথায়, ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে একটি সিনেমার পোস্টার প্রকাশ করে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার। পরিচালনায় ছিলেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্ত।
এক বিবৃতিতে মাহেশ্বরী বলেন, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিয়েছিলাম, তবে কাউকে আঘাত করার ইচ্ছা আমার ছিল না। দেশের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, লাভ বা প্রচারের উদ্দেশ্যে নয়।
তিনি আরও বলেন, এখন বুঝতে পারছি, এই সংবেদনশীল সময়ে পোস্টারটি অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাইছি।’
এদিকে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্ত এলাকায় বিরাজ করছে প্রায় যুদ্ধ পরিস্থিতি।
এমন অবস্থায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউডের সিনেমা নির্মাণের হিড়িক পড়েছে।
ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, অন্তত ১৫টি প্রযোজনা প্রতিষ্ঠান এই নাম ব্যবহার করে সিনেমার টাইটেল নিবন্ধন করেছে। তবে বাস্তব ও চলমান একটি অভিযানের এত দ্রুত চিত্রায়ণ নিয়ে ভারতজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।
আপনার মতামত লিখুন :