ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

ডিবিতে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৫:৫৬ পিএম
শেখ হাসিনার সঙ্গে নুসরাত ফারিয়া। ছবি- ফেসবুক থেকে নেওয়া

হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার (১৮ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়েন এ অভিনেত্রী। পরে তাকে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মধ্য দিয়ে বড়া পর্দায় অভিষেক হয় ফারিয়ার। এরপর ২০২৩ সালে শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও একই দিন রাত ১২টার দিকে অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ৭ ফেব্রুয়ারি বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।