থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
অনেকেই মনে করছেন, 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, ‘একই সিনেমায় ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করা নুসরাত ইমরোজ তিশাকে কেন গ্রেপ্তার করা হবে না’?
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যে দেখা যায়, পারভেজ চৌধুরী লিখেছেন, ‘নুসরাত ফারিয়া দোষী হলে মা হিসেবে তিশা ডাবল দোষী।’
জাকারিয়া সরকার লিখেছেন, ‘পর্দার বঙ্গমাতা ফজিলাতুন্নেছাকে (তিশা) আটকের জোর দাবি জানাচ্ছি।’
একই সুরে তানভির সুজোন তিহান লিখেছেন, ‘এইবার ফজিলাতুন্নেছা মুজিবকেও ধরা হোক।’
আব্দুল গাফ্ফার পর্দার শেখ হাসিনার মায়ের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মো. আবু রায়হান প্রশ্ন তুলেছেন, ‘শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য যদি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়, তাহলে শেখ মুজিবের বউয়ের চরিত্রে অভিনয় করা উপদেষ্টা ফারুকীর বউ তিশাকে কেনো গ্রেপ্তার নয়?’
তবে, বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ সূত্র বলছে, নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের কারণ ভিন্ন। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এজাহার অনুযায়ী, আন্দোলন দমনে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ অক্টোবর মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার।’ শ্যাম বেনেগালের পরিচালনায় এই সিনেমায় আরিফিন শুভ বঙ্গবন্ধুর চরিত্রে, নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্রে এবং নুসরাত ইমরোজ তিশা ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন।
আপনার মতামত লিখুন :