বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৭:৩৯ পিএম

শাকিবকে ঘিরে ফের অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৭:৩৯ পিএম

দুই পুত্র আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খান। ছবি - সংগৃহীত

দুই পুত্র আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খান। ছবি - সংগৃহীত

ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও শুরু হয়েছে নতুন গসিপ। মঙ্গলবার (২৭ মে) দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে দুটি ছবি- একটি পোস্ট করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস, অন্যটি বুবলী। 

দুটো ছবিতেই দেখা যাচ্ছে, শাকিব তার ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে, এই দুই ছেলে কিন্তু দুই নারীর গর্ভজাত, এবং দুই ছবির সময়কাল বলা হচ্ছে প্রায় একই!

অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র আব্রাম খান জয়ের পাশে ঘুমন্ত শাকিবের ছবি পোস্ট করে লেখেন, ‘বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’ নিচে জুড়ে দিয়েছেন আবেগপূর্ণ একটি শব্দ- ফ্যামিলি।

অপু বিশ্বাসের পোস্ট। ছবি - সংগৃহীত

অপু যখন ‘ফ্যামিলি’ ঘিরে এমন আবেগঘন পোস্ট করলেন, ঠিক তার কিছুক্ষণ পরেই আরেক ‘ফ্যামিলি পোস্ট’ এলো বুবলীর অ্যাকাউন্ট থেকে। পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে শাকিবের ছবি শেয়ার করে বুবলী লেখেন, ‘পরিবার…জীবন যেখানে শুরু, ভালবাসা যেখানে অপরিসীম’ সঙ্গে একগুচ্ছ ভালোবাসার ইমোজি। বোঝাই যাচ্ছে, তিনিও দাবি করছেন, তার সঙ্গেই সময় কাটাচ্ছেন শাকিব!

বুবলীর পোস্ট। ছবি - সংগৃহীত

একই দিনে দুই নারীর একই দাবি দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলছেন- একজন মানুষ কি সত্যিই একই সময়ে দুই জায়গায় থাকতে পারেন? যদি জয়ের সঙ্গে ছিলেন শাকিব, তাহলে বীরের সঙ্গে সেই সময়টা কাটানো কি পুরনো কোনো ছবি? আবার উল্টোটা হলে অপুর পোস্টই বা কিভাবে ব্যাখ্যা করা হবে?

বুবলীকে পছন্দ করেন না অপু, এ কথা মিডিয়া পাড়ায় ওপেন সিক্রেট। একসময় গণমাধ্যমের শিরোনামও হয় শাকিবকে ঘিরে এই দুই অভিনেত্রীর দ্বন্দ্ব। সুতরাং একত্রে দুই পরিবারের সঙ্গে সময় কাটাননি শাকিব তা প্রায় নিশ্চিত ভাবেই বলা যায়।

আর এসবের ফাঁকে আরেক তথ্য এসে যোগ হলো এই গসিপে ঘি ঢালার মতো করে। জানা গেছে, ঠিক এই উইকেন্ডে শাকিব খান ছিলেন কলকাতায়, যেখানে তাকে দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে একটি পার্টিতে। 

কলকাতায় শাকিব খান। ছবি - সংগৃহীত

শাকিবের আপকামিং ছবি ‘তাণ্ডব’র  প্রযোজক মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মোহতা আয়োজিত পার্টির একাধিক ছবি এখন কলকাতার পেজ থ্রি জগতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তিনি কি কলকাতা থেকে হুট করে ঢাকায় ফিরে এলেন? নাকি পোস্টগুলো কৌশলে সময় ম্যানিপুলেট করে দেওয়া? আর নেপথ্যে উদ্দেশ্যই বা কী?

এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, ‘শাকিব তো টাইম ট্রাভেলার, না হলে এমনটা সম্ভব না।’ কেউ আবার মজা করে লিখছেন, ‘শাকিব খান বুঝি এখন ক্লোন করিয়ে ফেলেছেন নিজেকে!’

তবে এই গসিপের ভিড়েও কেউ কেউ দেখছেন এক ইতিবাচক দিক। অনেকেই মনে করছেন, স্বামী বা পার্টনার হিসেবে শাকিব যতটা সমালোচিত, বাবা হিসেবে ঠিক ততটাই দায়িত্বশীল। অপু বা বুবলীর সঙ্গে তার দাম্পত্য জীবন যা-ই হোক, দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর- দুজনের প্রতিই রয়েছে তার ভালোবাসা ও যত্ন।

২০০৮ সালে গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৬ সালে জন্ম নেয় তাদের ছেলে জয়। ২০১৭ সালে টিভি লাইভে এসে অপু প্রকাশ্যে আনেন বিয়ের কথা। এরপর ২০১৮ সালে বিচ্ছেদ হয় তাদের।

এরপর ২০১৮ সালের জুলাইয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বুবলী ও শাকিব। তাদের ছেলে বীরের জন্ম হয় ২০২০ সালে। তবে ২০২২ সালের পর থেকে এই সম্পর্কেও দেখা দেয় ফাটল, এবং এখন দুজনেই আলাদা থাকেন বলে জানা যায়।

তবে এখন প্রশ্ন একটা- শাকিব আদৌ কার সঙ্গে ছিলেন? কোন ছবিটা আসল, কোনটা পুরনো? তিনি কি কলকাতা থেকে ফিরেই একই দিনে দুই ছেলের সঙ্গে সময় কাটিয়েছেন? 

না কি পুরোটা ‘ফ্যামিলি ইমোশনাল পোস্ট’র একটা ফাঁদ? এখনও উত্তর মেলেনি এখনো, তবে সামাজিক মাধ্যমে গসিপের ঢেউ থামছে না কিছুতেই।

রূপালী বাংলাদেশ

Link copied!