কানাডার মন্ট্রিলে চলমান কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ স্টেজে পড়ে যান কলম্বিয়ান পপতারকা শাকিরা। কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট না করে উঠে দাঁড়িয়ে গান চালিয়ে যান ঠিক আগের মতোই।
উপস্থিত হাজারো দর্শকের সামনে এই দৃশ্য যেন চোখের পলকে রূপ নেয় অনুপ্রেরণার এক গল্পে।
শাকিরা এখন রয়েছেন বিশ্বভ্রমণ-কেন্দ্রিক লাইভ কনসার্ট ট্যুরে, যার নাম ‘লাস মুহেরেস ইয়া নো লোরান’। বাংলায় যার অর্থ ‘মেয়েরা আর কাঁদবে না’। নারীর আত্মবিশ্বাস ও স্বাধীনতার বার্তা নিয়েই ট্যুরটি সাজানো হয়েছে।
বিশ্বসংগীতের মঞ্চে লাইভ পারফরম্যান্সে অংশ নিয়ে আবারও চমকে দিলেন এই জনপ্রিয় গায়িকা। এরই অংশ হিসেবে মন্ট্রিলে অনুষ্ঠিত এক লাইভ শো চলাকালে মঞ্চে আচমকা ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।
ভিডিও ফুটেজে দেখা যায়, হঠাৎ এক মুহূর্তের অসতর্কতায় মাটিতে পড়ে যান শাকিরা। দর্শকেরা প্রথমে হতবাক হলেও পরক্ষণেই তার সাহসিকতা ও পেশাদারত্বে মুগ্ধ হন সবাই।
পড়ে যাওয়ার পর মাটিতে পড়ে থাকেননি তিনি, বরং তাৎক্ষণিকভাবে উঠে দাঁড়িয়ে আবার পারফর্ম করতে থাকেন পুরোদমে।

এই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শাকিরা। একজন লেখেন, ‘এটাই একজন সত্যিকারের পারফর্মার।’ আরেকজন মন্তব্য করেন, ‘শাকিরা শুধু গায়িকা নন, তিনি অনুপ্রেরণা।’
এ ঘটনাকে ঘিরে শাকিরা বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে তার এমন মুহূর্তের প্রতিক্রিয়া কনসার্টের মূল বার্তার সঙ্গে অসামান্যভাবে মিল খুঁজে পেয়েছেন ভক্তরা।
বহু নেটিজেনের মতে, ‘মেয়েরা আর কাঁদবে না’ কনসার্টের নামে যেমন বার্তা দেওয়া হয়েছে, শাকিরার মঞ্চে ফিরে আসা যেন তারই উজ্জ্বল নিদর্শন।
বিশ্বজুড়ে এই কনসার্ট নিয়ে তুমুল উত্তেজনা থাকলেও ঘটনাটি শাকিরাকে আরও একবার প্রমাণ করে দিয়েছে এক সাহসিনী হিসেবে, যিনি শুধু গানের জন্য নয়, মনের জোরের জন্যও অনুকরণীয়।
আপনার মতামত লিখুন :