কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শক মহলে অন্যতম জনপ্রিয় নাটক। অবশেষে দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আসন্ন কোরবানির ঈদের রাত থেকেই দেখা যাবে নাটকটির পঞ্চম কিস্তির পর্বগুলো।
নতুন সিজন প্রসঙ্গে রোববার (১ জুন) বিকেলে গুলশানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা অমি জানান, গত চার সিজনের চেয়েও এবার বড় পরিসরে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ নিয়ে হাজির হচ্ছেন।
কাজল আরেফিন অমির বলেন, দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকরা সবার আগে জিজ্ঞেস করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজন কবে আসবে? দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর ‘সিজন ৫’ নিয়ে আসছি।
নতুন সিজন উপলক্ষে সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাসহ অনেকে। পরিচালক অমিসহ ছিলেন মুশফিকুর রহমান (বঙ্গের চিফ কনটেন্ট অফিসার ও প্রযোজক) প্রমুখ।
জানা গেছে, ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে ৪০ টাকায় সাবস্ক্রাইব করতে হবে। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। যারা আগেই দেখতে চান, তারা প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার সাবস্ক্রাইব করে একসঙ্গে ৮ পর্ব দেখতে পারবেন বঙ্গ অ্যাপ থেকে।
আবার যাদের ওটিটি সাবস্ক্রিপশন নেই, তারা ইউটিউব ও টিভিতে সাপ্তাহিকভাবে ফ্রি দেখতে পারবেন- প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার রাত ৯টায় বুম ফিল্মস ইউটিউবে প্রথম এপিসোড, ৯টা ৩০টায় চ্যানেল আইতে সম্প্রচার। পরদিন শুক্রবার একই নিয়মে চলবে দ্বিতীয় এপিসোড।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন