কনসার্টে গান বাজবে, বাদ্যের তালে তালে ঝংকার উঠবে তা-ই তো স্বাভাবিক। কিন্তু সেই কনসার্টেই যে অফিসের দুই সহকর্মীর পরকীয়া প্রেম ধরা পড়ে যাবে তাও আবার একেবারে লাইভ ক্যামেরায়, তা হয়তো কল্পনাও করেনি কেউ। কোল্ডপ্লে ব্যান্ডের লাইভ শোয়ে বস্টনের জিলেট স্টেডিয়াম গমগম করছিল। হঠাৎ ‘কিস ক্যাম’ সেগমেন্টে ক্যামেরা জুম করল ঘনিষ্ঠ হয়ে বসা এক দম্পতির দিকে।

কিন্তু এখানেই টুইস্ট! তারা স্বামী-স্ত্রী নন, বরং দুজন একই অফিসের কর্মকর্তা। পুরুষটি হলেন অ্যান্ডি বায়রন, বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ‘এস্ট্রোনমার’-এর সিইও। আর নারী? সেই অফিসেরই মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট।
জায়ান্ট স্ক্রিনে নিজের মুখ দেখে বায়রন মুখ নিচু করে গাল চেপে ধরলেন, ক্যাবট পুরো মুখ ঢেকে পিছনে ঘুরে বসলেন! পুরো স্টেডিয়ামে হাসির বন্যা, আর স্টেজ থেকে গায়ক ক্রিস মার্টিন স্বয়ং রসিকতা করে বসলেন, ‘এই, এদের কি অ্যাফেয়ার চলছে নাকি?’
ব্যাস! ভাইরাল হতে সময় লাগল না একটুও। টিকটক, ইনস্টাগ্রাম, এক্স সবখানে শুরু হলো ট্রল, মিম আর গসিপ। একজন লেখেন, ‘টিকিট ৬০০ ডলার, হোটেল ২০০, খাবার ১৫০, কিন্তু কনসার্টে গার্লফ্রেন্ড নিয়ে গিয়ে এক্সপোজ হয়ে যাওয়া অমূল্য!’

এখানেই শেষ না। কেউ একজন ভুয়া নাম দিয়ে এক্সে পোস্ট করে এক আবেগঘন ‘ক্ষমা চেয়ে নেওয়া’ বিবৃতি, যেখানে বলা হয়, ‘আমি আমার স্ত্রী, পরিবার এবং টিমকে ঠকিয়েছি, দুঃখিত!’ সবাই ধরে নেয়, এটা বায়রনের আসল স্টেটমেন্ট।
কিন্তু ঘণ্টাখানেক পরেই অফিস থেকে জানানো হয়, সবটাই ভুয়া! আর যে পোস্ট করেছিল, সে নিজেই পরে হাসতে হাসতে লেখে, ‘ভাইয়েরা, আমি ধরা পড়ে গেছি… মজা তো হয়েছে, তাই না?’
ঘটনার পরে নাকি বায়রনের স্ত্রীর ফেসবুক থেকে স্বামীর পদবি উধাও, প্রোফাইলও ডিলিট! এদিকে বায়রনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অনেকেই সমালোচনা করছেন, ‘এইচআর বসের সাথে এই কাজ?’

সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক হলেও ঘটনাটি নিন্দনীয়ই বটে। সব মিলিয়ে এখন কোল্ডপ্লের গান ‘ফিক্স ইউ’ শুনেও এই সম্পর্ক আর ‘ফিক্স’ করা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।
আপনার মতামত লিখুন :