ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা নুসরাত ফারিয়া। চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তার ছবি ‘জিন ৩’ বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে না পারলেও ছবির ‘কন্যা’ শিরোনামের আইটেম গানে তার উপস্থিতি দর্শকমনে ছাপ ফেলেছিল ভালোভাবেই।
এরপর গত বছরের জুলাই আন্দোলনকে ঘিরে এক মামলায় তিনি আইনি জটিলতায় পড়েন এবং স্বল্প সময়ের জন্য কারাগারেও যেতে হয়। যদিও দ্রুত জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেন ফারিয়া। এখন নিয়মিত দেখা যাচ্ছে বিভিন্ন ইভেন্ট, সাক্ষাৎকার, ফটোশুট এবং প্রোমোশনাল ভিডিওতে।
সম্প্রতি একটি এক মিনিটের মেকওভার ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন তিনি। ভিডিওটি প্রকাশের পরই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছে।
ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে দুটি ভিন্ন লুকে। প্রথম লুকে তিনি একটি জমকালো লাল শাড়ি ও ভারী গয়নায় সজ্জিত। কপালে টিকলি, কানে ঝুমকো দুল, গলায় চওড়া নেকলেস, নাকে নোজ রিং ও হাতে বালা-চুড়িতে তার সাজে ছিল রাজকীয়তা।
দ্বিতীয় লুকে তাকে দেখা গেছে সাদা পোশাকে, স্নিগ্ধ এক ভিন্ন সাজে। এখানে তার পরনে হালকা গয়না—কানে দুল, গলায় চিকন চোকার, হাতে ব্রেসলেট ও আংটি। এই লুকে চুলে বেনি ও মুখে মৃদু হাসি তার রূপে বাড়তি কোমলতা এনে দিয়েছে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। অসংখ্য নেটিজেন তার রূপ ও স্টাইলের প্রশংসা করে কমেন্টে ভরিয়ে দেন।
আপনার মতামত লিখুন :