শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১১:৪৬ পিএম

অভিনেত্রীর নতুন লুক দেখে হতবাক ভক্তরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১১:৪৬ পিএম

প্রথমে কেউই হয়তো চিনতে পারবেন না এই গ্ল্যামার কন্যাকে।  ছবি - সংগৃহীত

প্রথমে কেউই হয়তো চিনতে পারবেন না এই গ্ল্যামার কন্যাকে। ছবি - সংগৃহীত

নিউজফিডে চোখ আটকে যাওয়া সেই ছবিটা দেখে প্রথমে কেউই হয়তো চিনে উঠতে পারবেন না—একেবারে জীর্ণ বেশভূষা, এলোমেলো চুল, হাতে থালা, মুখে বিভ্রান্তির ছাপ! তবে একটু ভালো করে তাকালেই চেনা যায়, তিনি আর কেউ নন, ছোট পর্দার গ্ল্যামার কন্যা সামিরা খান মাহি।

এই যে চেনা যায় না এমন ‘সাজ’, তার পেছনে আছে অভিনয়ের দায়বদ্ধতা। ‘বকুল ফুল’ নামের একটি নাটকে মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে অভিনয় করছেন মাহি। 

মানসিক ভারসাম্যহীন চরিত্রে সামিরা খান মাহি।  ছবি- সংগৃহীত

সেই নাটকের কয়েকটি লুক যখন তিনি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করলেন, তখন তো যেন একপ্রকার হুলুস্থুল কাণ্ডই ঘটে গেল অনলাইনে। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে এটা সত্যিই মাহি।

জানা গেছে, নাটকটির একটি দৃশ্যে মাহিকে দেখা যায় খড়ের ওপর বসে থাকতে, পরনে ছেঁড়া জামা, চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে, আর মুখজুড়ে এক অদ্ভুত বিভ্রান্তি। 

সামিরা খান মাহি। ছবি- সংগৃহীত

এই লুক শেয়ার করে মাহি লিখেছেন, ‘বকুল ফুল-এর শুটিঙের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।’

তবে মাহির এমন গভীর চরিত্রাভিনয়ের প্রশংসার পাশাপাশি কিছু কটাক্ষও এসেছে। এই চরিত্রেভ প্রতি সুবিচার করতে পারবেন কি না বা চরিত্রে ঢুকতে গিয়ে উনি নিজেই বের হতে পারবেন কি না তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। 

বকুল ফুল নাটকের চরিত্রে মাহি। ছবি- সংগৃহীত

২০০৭ সালে একটি রিয়েলিটি শো দিয়ে যাত্রা শুরু করা মাহি আগেও আলোচনায় এসেছেন বিভিন্ন সময়। কখনো রং খেলায় অংশ নিয়ে, কখনো আপত্তিকর পোশাকে স্টেজে নাচ করে। বিতর্ক যেন তাকে ঘিরেই থাকে, আর সেই বিতর্কই যেন একধরনের কৌশলও হয়ে দাঁড়িয়েছে তার ক্যারিয়ারে আলোচনায় থাকার।

গ্ল্যামার গার্ল সামিরা খান মাহি।  ছবি- সংগৃহীত

নতুন এই চরিত্রে মাহির সাহসী রূপান্তর, অভিনয়ের প্রতি তার নিবেদন এবং সেই সঙ্গে চলমান গসিপ—সব মিলিয়ে ‘বকুল ফুল’ এখন শুধু নাটক নয়, মাহির ইমেজ বদলেরও মঞ্চ হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, নাটকের পূর্ণ রূপ প্রকাশের পর ভক্তরা তার কোন রূপকে গ্রহণ করেন, চোখ ধাঁধানো গ্ল্যামার, নাকি খড়ের ওপর বসা বিভ্রান্ত মুখ!

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!