ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

হিরো আলমকে তালাক দিয়েছেন স্ত্রী রিয়া, জানালেন কারণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০১:৩২ পিএম
হিরো আলম ও রিয়া মনি। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে আলোচিত ইউটিউবার ও স্বঘোষিত অভিনয়শিল্পী আশরাফুল আলম ওরফে হিরো আলমের স্ত্রী রিয়া মনি বৃহস্পতিবার (৭ আগস্ট) তাদের দাম্পত্য বিচ্ছেদের খবর জানিয়েছেন।

রিয়া তার পোস্টে লেখেন, ‘পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আত্মহত্যার নাটক করে আমাকে ফিরিয়ে এনে কখনো মিথিলা, কখনো ইতির কাছে যান তিনি। এসব কোনো স্ত্রী মেনে নিতে পারে না। তাই আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি।’

সংবাদমাধ্যমকে রিয়া বলেন, ‘আমি হিরো আলমকে তালাক দিয়েছি। কিছুদিনের মধ্যেই সে কাগজ পেয়ে যাবে।’

তবে রিয়া স্পষ্ট করেছেন, তার বন্ধু ম্যাক্স অভির সঙ্গে কোনো ‘অনৈতিক সম্পর্ক’ নেই। তিনি বলেন, ‘ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হতে তিন মাস সময় লাগবে। এরপর যদি মনে হয় অভি একজন উপযুক্ত জীবনসঙ্গী হতে পারে, তবে বিবেচনা করব। আপাতত সে আমার ভালো বন্ধু।’

উল্লেখ্য, গত কিছুদিন ধরেই হিরো আলম তার ফেসবুক পেজে রিয়া ও ম্যাক্স অভিকে নিয়ে একাধিক ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি রিয়ার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন এবং দাবি করেন, তার অজান্তে রিয়া কক্সবাজারে অভির সঙ্গে গিয়েছিলেন।

হিরো আলম বলেন, ‘অনেকবার ক্ষমা করেছি রিয়াকে। মেয়ের মাথায় কোরআন ধরে শপথ করেছিল, অভির সঙ্গে আর কথা বলবে না। কিন্তু কথা রাখেনি। আমি যখন বগুড়ায় বাড়ি রং করাতে ব্যস্ত, সে তখন কক্সবাজারে। ফোন ধরেনি, ব্লক করে রেখেছিল। আমি সব প্রমাণসহ কথা বলতে চাই।’

এর আগেও হিরো আলম ও রিয়ার মধ্যে টানাপোড়েন দেখা গিয়েছিল। এমনকি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন হিরো আলম, যা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় রিয়া তার পাশে দাঁড়ালেও এবার তাদের সম্পর্কে স্থায়ী বিচ্ছেদ ঘটছে বলে মনে করছেন নেটিজেনরা।