সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৫:৪৭ পিএম

ছেলের জন্মদিনে দোয়া চেয়ে পরীমণির আবেগঘন বার্তা 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৫:৪৭ পিএম

ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের সঙ্গে পরীমণি। ছবি- সংগৃহীত

ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের সঙ্গে পরীমণি। ছবি- সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি আজ পুরোটা সময় কাটাচ্ছেন এক মিষ্টি উদযাপনে। কারণ আজ তার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের তৃতীয় জন্মদিন। শনিবার রাত পেরিয়ে রোববার ভোরে সামাজিক মাধ্যমে আবেগভরা কয়েকটি লাইন লিখে ছেলের জন্য দোয়া চেয়েছেন তিনি। সেই পোস্টে ভক্তরা ইতোমধ্যেই ভালোবাসা আর শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন।

 পুণ্যের  সঙ্গে পরীমণি। ছবি- সংগৃহীত

পরীর কথায়, সন্তান আসার পর সময় যেন উড়ে গেছে। এখন তার একমাত্র ইচ্ছে ‘বাঁচা’—শুধু সন্তানদের সাথে বাঁচা।

তিনি লেখেন, ‘আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে।’

 পুণ্যের  সঙ্গে পরীমণি। ছবি- সংগৃহীত

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’ আর জন্মদিনের শুভেচ্ছায় ছেলেকে ডাকলেন ‘বাজান’ নামে, জানালেন—‘আমার জীবনের ডানা, আই লাভ ইউ।’

শুধু পুণ্য নয়, পরীর ঘরে আছে আরও এক ছোট্ট সোনামণি। গত বছর জুনে ৬ দিনের এক কন্যাশিশুকে দত্তক নিয়ে নাম দেন সাফিরা সুলতানা প্রিয়ম। তবে ‘দত্তক’ শব্দটিতে ঘোর আপত্তি পরীর। সামাজিক মাধ্যমে স্পষ্ট করে বলেন, ‘আমার মেয়ে।’

দুই সন্তানকে নিয়ে এখন সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এই তারকা। সঙ্গে পর্দা ও ব্যবসার ব্যস্ততা তো আছেই। সব মিলিয়ে জীবনমঞ্চে এক অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন এক সময়ের হার্টথ্রব এই চিত্রনায়িকা।  

ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়মের সঙ্গে পরীমণি। ছবি- সংগৃহীত

রাজ-পরীর প্রেম, বিয়ে, সন্তান জন্ম, বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। পুণ্যের জন্মের এক বছর পর আলাদা হয়ে যান তারা। এরপর রাজ ব্যস্ত হয়েছেন অভিনয়ে, আর পরী ডুব দিয়েছেন সন্তানদের যত্নে।

এ দিনের পোস্টে তার মায়ের মন যেন আরও স্পষ্ট—গ্ল্যামার, আলো কিংবা ক্যামেরা নয়, এখন তার জীবনের আসল মঞ্চ দুটি ছোট্ট মুখ।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!