বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ছেলে জায়ান ফারুক আয়াশ মায়ের সঙ্গে উমরাহ হজ্ব পালন করেছেন এ বছরই। মার্চ মাসের সেই ভিডিওটিই সামাজিক মাধ্যমে পুনরায় শেয়ার করলেন অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান। সংক্ষিপ্ত সেই ভিডিওতে দেখা যায়, নয় বছরের আয়াশ হজ্বের বিশেষ সাদা পোশাক ‘ইহরাম’ পরে পবিত্র মক্কা নগরীর উদ্দেশে প্রস্তুতি নিচ্ছে।
ভিডিওর ক্যাপশনে নাজিয়া লেখেন, ‘এই মুহূর্তগুলো চিরদিনের জন্য আমার হৃদয়ে গেঁথে থাকবে। কখন আমার ছোট্ট আয়াশ এতটা পরিণত আর দায়িত্বশীল হয়ে গেল? মা শা আল্লাহ, সুবহানাল্লাহ! আমার সন্তানদের নিয়ে - নয় বছরের ছেলে আর এক বছরের মেয়ে - প্রিয় বাবা (নাজিয়ার বর্তমান স্বামী মাহবুব পারভেজ) কে সঙ্গে নিয়ে উমরাহ পালন করা ছিল স্বপ্নপূরণের মতো।’

ভিডিওতে আরও দেখা যায় পরিবারের সঙ্গে কাবার সামনে সেজদা করছেন আয়াশ। এরপর তাকে দেখা যায় বর্তমান বাবার সঙ্গে ‘ইস্তিলাম’ বা হাজরে আসওয়াদ (কাবার দক্ষিণ-পূর্ব কোণে থাকা কালো পাথর) স্পর্শ করতে।
এ প্রসঙ্গে উচ্ছ্বসিত নাজিয়া জানান, ‘ওদের উমরাহর নিয়ম-কানুন সম্পন্ন করতে দেখা আমাকে বর্ণনাতীত আনন্দে ভরিয়ে দিয়েছে। কৃতজ্ঞতায় চোখ ভিজে উঠেছিল। সত্যিই, এটা আমার জীবনের সেরা দিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মহান।’ এই পোস্টে মায়ের গর্ব, ভালোবাসা আর কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট।’
কিছুদিন আগেই আয়াশকে ঘিরে আলোচনায় আসে একটি আবেগঘন ভিডিও, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। দীর্ঘ সাত মাস পর দেশে ফিরে ঘুমন্ত ছেলেকে জড়িয়ে ধরা অপূর্বর সেই দৃশ্য নেটিজেনদের চোখে জল এনে দিয়েছিল।
তবে ভিডিও নিয়ে কেউ কেউ নেতিবাচক মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অপূর্ব। তিনি বলেন, ‘সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা… এটা শুধু লজ্জাজনকই না, চরম অমানবিকও।’ নাজিয়া তখনও মন্তব্য করে জানান, আয়াশ সবসময় মায়ের ভালোবাসা ও যত্নে ঘেরা, তাই ‘একাকী’ বলার কোনো সুযোগ নেই।
এবার উমরাহর ইহরামে আয়াশকে দেখে ভক্তরা যেমন আনন্দিত হয়েছেন, তেমনি নেটিজেনদের অনেকে মায়ের এই পোস্টে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। ধর্মীয় দায়িত্ব পালন আর পারিবারিক ভালোবাসার এই মিশ্রণে তৈরি হয়েছে এক গভীর আবেগময় মুহূর্ত, যা নাজিয়ার ভাষায় জীবনের সেরা দিন হয়ে থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন