জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে পর্দা থেকে বেশ খানিকটা দূরে, বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। ব্যস্ত আছেন নিজের ব্যবসা নিয়ে। তবে মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সামনে আসেন। এই সামাজিক মাধ্যমের একটি ছবি ও তার কমেন্টের জের ধরেই আবারও আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী।
শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে হিজাব পরা একটি ছবি পোস্ট করেন প্রভা। এই পোস্টের কমেন্ট সেকশনেই মহিউদ্দিন আল কাদেরী নামে এক ব্যবহারকারী তার অতীতের ব্যক্তিগত ভিডিওর প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন।

সাধারণত এমন মন্তব্য এড়িয়ে যান প্রভা, কিন্তু এবার আর চুপ থাকলেন না। সরাসরি লিখলেন -‘হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।’
প্রভার এই কড়া জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে প্রশংসায় ভাসান এই অভিনেত্রীকে। কেউ বলেন সাহসী, কেউ আবার মনে করিয়ে দেন পুরনো ক্ষত এখনও তাকে তাড়া করে ফিরছে।

এই ঘটনায় আবারও পরিষ্কার হলো, সমালোচনার ঝড় সামলাতে জানেন তিনি। শুধু হিজাব নয়, সাহসও যে প্রভার অলংকার- তা সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্যকারীদের মুখে সপাটে তুলে দিলেন তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন