মুম্বইয়ের গণেশ চতুর্থীর উদযাপন ঘিরে এবার আলোচনায় বলিউড জুটি জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা। তাদের সাম্প্রতিক ছবি ‘পরম সুন্দরী’র প্রচারণার অংশ হিসেবে বুধবার তাঁরা গিয়েছিলেন শহরের বিখ্যাত লালবাগচা রাজার আরাধনায়। সঙ্গে ছিলেন ছবির পরিচালক তুষার জালোটা।
তবে প্যান্ডেলে প্রবল ভিড় ও বিশৃঙ্খলা নায়িকা জাহ্নবীর জন্য হয়ে দাঁড়ায় অস্বস্তিকর। সোনালি পাড়ের লাল শাড়ি ও মারাঠি ধাঁচের নথ পরে হাজির হয়েছিলেন তিনি, আর পাশে ছিলেন প্যাস্টেল গোলাপি রঙের কুর্তা-পায়জামা পরিহিত সিদ্ধার্থ।

পাপারাজ্জিদের শেয়ার করা ভিডিয়োতে স্পষ্ট দেখা গেছে, ভিড় ঠেলে ভেতরে ঢোকার সময় আতঙ্কিত হয়ে পড়েন জাহ্নবী। তাঁর অস্বস্তি টের পেয়ে সিদ্ধার্থ এগিয়ে এসে ঢাল হয়ে তাঁকে সুরক্ষা দেন। অনেকে সামাজিক মাধ্যমে এ দৃশ্য দেখে মন্তব্য করেছেন, সিদ্ধার্থের এই ব্যবহার যথেষ্ট ভদ্রোচিত।

গণেশপূজার সেই মুহূর্তে ছবির সাফল্যের জন্য প্রার্থনা করেন এই জুটি। তুষার জালোটা পরিচালিত এবং ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘পরম সুন্দরী’ একটি রোমান্টিক কমেডি, যেখানে কেরালার প্রেক্ষাপটে ফুটে উঠেছে এক উত্তর ভারতীয় তরুণ ও এক দক্ষিণ ভারতীয় তরুণীর ক্রস-কালচারাল প্রেমের গল্প।
জাহ্নবী অভিনয় করেছেন সুন্দরীর চরিত্রে, আর সিদ্ধার্থ হয়েছেন পরম। তাঁদের সঙ্গে রয়েছেন রেনজি পানিকার, মনজোত সিং, সঞ্জয় কাপুর, সিদ্ধার্থ শঙ্কর ও ইনায়েত ভার্মা। ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার, ২৯ অগস্ট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন