শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৭:২৯ পিএম

সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকতা নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা ও সনদ প্রদান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৭:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মিলনায়তনে হয়ে গেল সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠান। এই প্রথম প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বিনোদন শাখার সাংবাদিকদের নিয়ে এমন কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

২৩ ও ২৪ সেপ্টেম্বর এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহযোগিতায় দুই দিনের এই কর্মশালায় মোট ৮টি সেশনে প্রশিক্ষক হিসেবে অংশ নেন চলচ্চিত্র বিষয়ক গবেষক ও আলোকচিত্রী মীর শামছুল আলম বাবু, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, প্রযোজক ও পরিচালক আরিফুর রহমান, চলচ্চিত্র গবেষক ও শিক্ষক মনিরা শরমিন পৃতু, সাংবাদিক ও লেখক সৈয়দা ফারজানা জামান রুম্পা।

চলচ্চিত্র ও গণমাধ্যমের উপস্থিতি এবং ইতিহাস, চলচ্চিত্রে রাজনৈতিক প্রভাব, শিষ্টাচার ও নৈতিকতা, চলচ্চিত্র সমালোচনা, প্রযোজনা ও বিশ্ব চলচ্চিত্র পরিস্থিতি, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে এই কর্মশালায় সেশন পরিচালনা করা হয়।

২৩ সেপ্টেম্বর এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। সমাপনী দিনে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের পক্ষে আয়োজনকারী সৈয়দা ফারজানা জামান রুম্পা জানান, এ ধরনের কর্মশালা সাংবাদিকতার বিভিন্ন শাখার মত বিনোদন শাখার সকলের জন্যেই অপরিহার্য। এর ধারবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। বিনোদন ও সংস্কৃতির শাখার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির প্রয়াসে এ ধরনের কর্মশালা আয়োজনে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা কাম্য।

Link copied!