ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

মৃত্যুর আগে শেষ মেসেজে যা লিখলেন শেফালি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০১:২৯ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ছবি- সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত ছিলেন এই অভিনেত্রী।

তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড এবং তার অগণিত অনুরাগী। এমন মর্মান্তিক ঘটনার পর সামনে এসেছে শেফালির পাঠানো শেষ খুদে বার্তা।

জানা গেছে, মৃত্যুর রাতে শেফালি তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা বিশাল আদিত্য সিংকে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় লেখা ছিল, ‘ত ১০টায় দেখা হবে।’

বিশালের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেই এই বার্তা পাঠিয়েছিলেন শেফালি। শেফালির মৃত্যুর পর বিশাল তার সোশ্যাল মিডিয়ায় এই কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে অভিনেত্রীর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

শেফালি জারিওয়ালার শোবিজ যাত্রা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। তিনি ৩৫টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়।

তবে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওটি তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয় এবং তিনি ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিতি লাভ করেন।