অদ্ভুত পোশাক ও অনন্য স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ। এবার সেই উরফিকে ঘিরে শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন। খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই ভাইরাল কন্যা!
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উরফির হবু বর নাকি দিল্লিনিবাসী এক প্রভাবশালী শিল্পপতি। তাদের নাকি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তবে প্রেমিক একেবারেই প্রচারবিমুখ। এ কারণেই এখন পর্যন্ত ক্যামেরার সামনে একসঙ্গে ধরা দেননি তারা। যদিও এই খবরে উরফির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস এবং কৌতূহল তুঙ্গে।
কিছুদিন আগে উরফি সমালোচনায় পড়েছিলেন নিজের চেহারায় পরিবর্তন আনার জন্য।
একটি ভিডিওতে দেখা যায়, তিনি মুখে সূচ ফোটাচ্ছেন। অনেকে ভেবেছিলেন, হয়তো নতুন ফিলার্স করাচ্ছেন তিনি। পরে উরফি নিজেই জানিয়ে দেন, আসলে তিনি পুরনো ফিলার্স সরিয়ে ফেলছেন কারণ তা নষ্ট হয়ে গিয়েছিল। কিছুদিন পর চিকিৎসকের পরামর্শে আবার ফিলার্স করাবেন, তবে এবার সূচের বদলে অন্য পদ্ধতিতে।
নেটদুনিয়ায় নিজের উপস্থিতি বজায় রাখতে উরফির জুড়ি মেলা ভার। এই মুহূর্তে তার বিয়ের গুঞ্জন যেমন ভক্তদের কৌতূহল বাড়াচ্ছে, তেমনি অনেকে অপেক্ষায় আছেন আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য।