আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছোটপর্দার জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার একমাত্র সন্তান আয়াশ ফারুক ও সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। সম্প্রতি আয়াশের একটি ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ যে নেতিবাচক ও আপত্তিকর মন্তব্য করেছেন, তাতেই মুখ খুলেছেন অদিতি।
সন্তানকে ঘিরে এমন মন্তব্যে ক্ষুব্ধ অদিতি নিজের সোশ্যাল পোস্টে লেখেন, ‘অনেকেই দেখেছেন, আমার ছেলের বাবা অনেক দিন পর দেশে ফিরে ওকে সারপ্রাইজ দিয়েছেন। মুহূর্তটা খুবই আবেগঘন ছিল। কিন্তু কিছু মানুষ ওই ভিডিওর নিচে আমার ছেলেকে একা বা একাকীস বলে যে মন্তব্য করেছেন, তাতে আমি অত্যন্ত মর্মাহত।’
সেই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, ‘আমি স্পষ্ট করতে চাই, আমার ছেলে আমার কাছেই থাকে। সে সবসময় ভালোবাসা, যত্ন আর নিরাপত্তার ভেতরে বড় হচ্ছে। ওর সব চাহিদা পূরণ হয়। সপ্তাহান্তে যখন ইচ্ছা করে, তখন সে ওর বাবার কাছে যায়।’
নেটিজেনদের উদ্দেশে অদিতির অনুরোধ, ‘অনুগ্রহ করে আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হোন। পুরো ঘটনা না জেনে মন্তব্য করলে তা আমাদের খুব আঘাত দেয়। যারা আমাদের পাশে ছিলেন, ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’
অপূর্ব ও অদিতির বিয়ে হয় ২০১১ সালের ১৪ জুলাই, পারিবারিক আয়োজনে। আট বছরের সংসারজীবনের পর ২০১৯ সালে বিচ্ছেদ ঘটে তাদের। সেই সময় থেকেই আয়াশ তার মায়ের সঙ্গেই আছে।