গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে যৌথভাবে এই উৎসবের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি এবং গ্রিন ইউনিভার্সিটি ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাব। ২০টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র দিয়ে সাজানো ছিল এই উৎসব।
শনিবার (৫ জুলাই) রাজধানীর পূর্বাচলে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই উৎসব।
উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।
ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাবের মডারেটর কাজী মাহাদী মুনতাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. নিস্তার জাহান কবির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ড. অলিউর রহমান এবং লেকচারার মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া।
এতে স্বাগত বক্তৃতা করেন ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাবের সভাপতি মো. শেখ ফরিদ।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার্থীদের ভেতর সৃজনশীলতা জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজন খুবই জরুরি। চলচ্চিত্র যেমন একটি শিল্প, তেমনি এটি সমাজ পরিবর্তনের হাতিয়ারও।
আরও বক্তৃতা রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সভাপতি আদনান মাহমুদ সৈকত এবং ফেস্টিভ্যালের পরিচালক রাগিব শাহরিয়ার।