ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

‘শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগ বন্ধ হোক’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০১:৩৪ পিএম
চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। ছবি- সংগৃহীত

শিল্পীদের নামে মিথ্যা মামলার নামে হয়রানি বন্ধ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ‘চাঁদের আলো’খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নামে ভিত্তিহীন মামলা হয়েছে উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই স্ট্যাটাস দেন এই অভিনেত্রী।

শিল্পী সমিতির কার্যনির্বাহী এই সদস্য লিখেন, শিল্পী সমিতির নির্বাচনের আগে প্রচারে নিয়মিত এফডিসিতে আসতেন ডিপজল ভাই। মনোনয়ন ফরম জমা দেওয়ার পর পরিচালক সমিতিতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে সমিতির আঙিনায় ঝটলা দেখতে পান। তার ভিড়ে একজন নারী কান্না করছেন। ওই নারীর বুকে ডিপজল ভাইয়ের ছবি। নিজেকে ভক্ত দাবি করে একটিবার ডিপজল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলে উপস্থিত সাংবাদিক ও পরিচালকদের সহযোগিতায় কথা বলার সুযোগ পান তিনি। সেই সুযোগে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে ডিপজল ভাইয়ের কাছে সহযোগিতা চান ওই নারী। ডিপজল ভাই বললেন, ঠিক আছে নির্বাচনের পর দেখব।

তিনি আরও লিখেন, শিল্পী সমিতির নির্বাচন শেষ। শপথ গ্রহণের অনুষ্ঠান এবং বিভিন্ন সময় এফডিসিতে ওই নারী তার সন্তান নিয়ে আসেন ডিপজল ভাইয়ের আসার খবরে। অনেক সময় দেখা করতে পেরেছেন আবার অনেক সময় পাননি। তবে সে সময় অর্থনৈতিক সহযোগিতা পেয়েছেন কি না সেটা জানি না।

শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্জনের কথা টেনে মুক্তি বলেন, তার কিছু দিন পর প্রেসক্লাবে ইলিয়াস কাঞ্চন মামার কাছে ডিপজল ভাইয়ের সঙ্গে দেখা করে দেওয়ার অনুরোধ জানিয়ে কান্নাকাটি করেন। তখন সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। ইলিয়াস মামা পাগল ভক্ত বুঝতে পেরে হয়তো এড়িয়ে গেছেন। গাবতলীর গরুর হাটে এই নারীর বিভিন্ন পাগলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আছে।

মামলার কথা শুনে অবাক হয়েছেন জানিয়ে ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার এই নায়িকা লিখেন, হঠাৎ করেই গতকাল সংবাদের মাধ্যমে জানতে পারি একই নারী ডিপজল ভাইয়ের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন। বিষয়টি দেখে খুবই অবাক হয়েছি। কারণ, কয়েক মাস আগেও ভক্ত দাবি করে পাগলামি করেছে, সেসব ভিডিও ইউটিউব এখনো রয়েছে। আর তিনিই এখন গুরুতর একটা অভিযোগ এনেছেন। এতে পরিষ্কার যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা। অন্যদের প্রচারে তিনি এই মামলা করেছেন তা স্পষ্ট। তার এবং তাদের উদ্দেশ্য অসৎ।

অর্থের জন্য এই মামলা উল্লেখ করে মুক্তি লিখেন, গতকাল ডিপজল ভাইয়ের এক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারি এই নারী অসহায়ত্বের কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছেন। ধারণা করছি, অর্থ হাতিয়ে নেওয়ার জন্য হয়তো তিনি এই ভিত্তিহীন অভিযোগ করেছেন।

সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, মহামান্য আদালতের কাছে অনুরোধ থাকবে আপনারা সুষ্ঠু  তদন্ত করে এর বিচার করবেন। যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করছে, তাদেরও প্রকাশ্যে আনবেন। এসব ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগের নামে হয়রানি বন্ধ হোক।

বলা দরকার, চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) বাদী হয়ে এই মামলাটির আবেদন করেন। 
এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।