বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিনে ভক্তদের ভালোবাসায় ভেসে গেলেন এই রুপালি তারকা। শুক্রবার (১১ জুলাই) ৪৪তম জন্মদিন পালন করলেন তিনি। বয়স বাড়লেও তার প্রতি ভক্তদের ভালোবাসা যেন প্রতিদিনই নতুন রূপে ফিরে আসে।0
মাত্র ১৬ বছর বয়সে পূর্ণিমা বড় পর্দায় পা রাখেন ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’, ‘মনের মাঝে তুই’-এর মতো একের পর এক আলোচিত ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেন। তার অভিনয়ে ছিল আবেগের পরিপূর্ণতা, সৌন্দর্য ও সাবলীলতা, যা তাকে করে তুলেছে অনন্য।
পূর্ণিমার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছে পূর্ণিমা অফিসিয়াল ফ্যান ক্লাব। ক্লাবটির অন্যতম সংগঠক, বাংলাদেশ পুলিশের সদস্য কাউছার আহমেদ নিলয় এবং সাংবাদিক মানিক খানসহ সকল ফ্যান কমিউনিটির পক্ষ থেকে পূর্ণিমার প্রতি জানানো হয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা।
তারা বলেন, ‘পূর্ণিমা আপু আমাদের অনুপ্রেরণা। তিনি শুধু একজন নায়িকা নন, তিনি আমাদের গর্ব। তার জন্মদিন মানেই আমাদের জন্য ভালোবাসার উৎসব।’
পূর্ণিমা বর্তমানে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান, সামাজিক কার্যক্রম এবং মাঝে মাঝে সিনেমায়ও অভিনয় করছেন। তার হাসি, ব্যক্তিত্ব এবং সৌন্দর্য আজও দর্শকদের মনে প্রশান্তি এনে দেয়।
বাংলাদেশের রূপালি পর্দায় পূর্ণিমা শুধু একজন অভিনেত্রীর নাম নয়, বরং এক প্রজন্মের স্মৃতি, আবেগ ও ভালোবাসার নাম।
রূপালী বাংলাদেশ-এর পক্ষ থেকেও তাকে জানানো হয়েছে অন্তর থেকে জন্মদিনের শুভেচ্ছা। বাংলা সিনেমা তাকে ভালোবাসে এবং আজীবন ভালোবাসবে।