ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মুখ ঢেকে আদালতে এসে জামিন নিলেন অপু বিশ্বাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০২:৩৮ পিএম
আদালতে চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি- সংগৃহীত

রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন অভিনেত্রীর।

রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন তিনি। এ সময় মুখ ঢাকা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে।

অপু বিশ্বাসের আইনজীবী জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী। সে জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, অপু সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করে জামিন পেয়েছেন। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তি চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

শুধু অপু বিশ্বাসই নন, এ মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন, অজ্ঞাতনামা তিন-চারশজনের পাশাপাশি ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক।

ঢাকার সিএমএম আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত তারকাদের মধ্যে অপু বিশ্বাস ছাড়াও রয়েছেন নুসরাত ফারিয়া, আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান, নিপুণ আক্তার।

আরও রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, সৈয়দা কামরুন নাহার শাহনুর, তারভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান, উর্মিলা শ্রাবন্তী কর।

মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ করা হয়, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন তৎকালীন আওয়ামী লীগের সরকারকে।

মামলায় আরও উল্লেখ করা হয়, অভিনয়শিল্পীরা অর্থ জোগানের কাজ করে। তবে মামলায় অন্য অভিযুক্তরা সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধী শক্তি হিসেবে কাজ করেন। তাদের ছোড়া গুলিতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।