বিচ্ছেদের পর নতুন জীবনের পথে হাঁটতে শুরু করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার বাঁধেন তিনি। কিন্তু গত কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, দু’জনের সম্পর্কে যেন শীতলতার হাওয়া বইছে। একই ফ্রেমে দেখা না যাওয়ায় সেই গুঞ্জন আরও ঘন হয়।
ঠিক এমন সময়েই সুখবর নিয়ে হাজির হলেন মিথিলা। দীর্ঘদিনের একাডেমিক যাত্রা শেষে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি, পেয়েছেন নতুন পরিচয়-‘ডক্টোরেট’। এই খবর জানতেই সোশ্যাল মিডিয়ায় একরাশ প্রশংসা ঢেলে দিলেন সৃজিত মুখার্জি। সোমবার বিকেলে মিথিলার সেই পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’
এর আগে মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপন নিজের ফেসবুকে শেয়ার করে প্রশংসা করেছিলেন সৃজিত। এমনকি ভারতীয় গণমাধ্যমেও ছোট্ট আইরার অভিনয়ের প্রসংশা করেছিলেন তিনি।
তাহলে কি ভক্তদের মনে জাগা সেই প্রশ্ন-মিথিলা ও সৃজিতের দূরত্ব কি সত্যিই মুছে যাচ্ছে? সাম্প্রতিক এই প্রশংসার বন্যা যেন গুঞ্জনের বাতাসে খানিকটা হলেও লাগাম টেনে ধরেছে।