ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

অভাবে পড়ে গয়না বিক্রি করেছিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৮:৪১ পিএম
ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। ছবি - সংগৃহীত

ঢালিউডের একসময়কার ‘নায়িকা নাম্বার ওয়ান’ অপু বিশ্বাসের ঝুলিতে আছে বহু ব্যবসাসফল সিনেমা। শাকিব খানের সঙ্গে একের পর এক হিট ছবি উপহার দিয়ে হয়েছেন দর্শকের প্রিয়মুখ। তবে পর্দার ঝলমলে জীবনের আড়ালে ছিল এক কঠিন সময়, যখন তাকে অর্থকষ্টে দিন কাটাতে হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু খোলামেলা জানালেন সেই গল্প। তার ভাষায়, ‘জয় জন্মানোর পর ভারত থেকে দেশে ফিরলাম। হাতে কোনো টাকা-পয়সা নেই। ব্যাংক অ্যাকাউন্টও খালি। তখন বুঝেছি, টাকার অভাবে দিন কীভাবে কাটে। সেই সময় থেকেই মিতব্যয়ী হতে শিখেছি।’

অপু বিশ্বাস। ছবি - সংগৃহীত

অপু জানান, সেই সময় পরিস্থিতি সামাল দিতে নিজের সোনার গয়নাই ভরসা হয়ে দাঁড়ায়। ‘সোনার গয়না আমার বরাবরের শখ। যখন সিনেমা করতাম, যেখানে ভালো লাগত কিনতাম। ভাবিনি এই গয়নাগুলোই একদিন আমার বিপদের দিন কাটানোর সঙ্গী হবে। অনেক গয়না বিক্রি করে তখন টাকার ব্যবস্থা করেছিলাম,’ বলেন তিনি।

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি - সংগৃহীত

অপু বিশ্বাসের চলচ্চিত্র যাত্রা শুরু হয় ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে। তবে আলোচনায় আসেন ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এরপর শাকিবের সঙ্গে প্রায় ৮০টির বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। রাজনীতি, চাচ্চু, পাখী, মনের সাথে যুদ্ধ, মায়া: দ্য লাভ- প্রতিটি ছবি ঢালিউডের বাণিজ্যিক সিনেমার দর্শকদের মাতিয়ে তোলে।

বর্তমানে সিনেমায় নিয়মিত নন অপু। সময় দিচ্ছেন ব্যবসা, ব্র্যান্ড প্রমোশন আর সন্তানের দেখভালে। তবে শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, ব্যক্তিজীবনের নানা আলোচনার মাঝেও নিজেকে ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আর সেই অন্ধকার সময়ের অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে হিসেবি হতে, ঠিক যেমন তিনি নিজেই বললেন, ‘বিপদের দিন আমাকে শিখিয়েছে, প্রতিটি টাকার দাম কী।’