গাজায় চলছে এক ভয়াল দুর্ভিক্ষ, চারদিকজুড়ে হাহাকার। সেই কষ্টের আর্তনাদ এবার ছুঁয়ে গেল ‘হাল্ক’ খ্যাত মার্কিন অভিনেতা মার্ক রাফালোর হৃদয়ও। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে সবুজ দৈত্যের তেজী চেহারায় বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেতা এবার সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়া কণ্ঠে জানালেন, গাজার এই অবস্থা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, একেবারে মানবসৃষ্ট এক ভয়াবহতা।
রাফালো ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে সরাসরি আঙুল তোলেন ইসরায়েলি সেনাদের দিকে। তার ভাষায়, ‘এটা খরা নয়, দুর্যোগ নয়-এটা এক মানবসৃষ্ট বিপর্যয়। বেসামরিক মানুষকে হত্যা করে, শিশুদের জীবন নিভিয়ে দিয়ে যে খেলা চলছে, তা থামাতেই হবে।’
তিনি বিশ্বনেতাদের উদ্দেশে তীর্যক বার্তা ছুড়ে দিয়ে বলেন, ‘দয়া করে কিছু করুন। ক্ষুধার্ত মানুষদের জন্য সহানুভূতি দেখান। যুদ্ধ থামান, বন্দিদের ফিরিয়ে দিন, গাজাকে বাঁচান।’
এখানেই থামেননি রাফালো। নাগরিক সমাজকেও আহ্বান জানান আওয়াজ তুলতে। তার আবেগমাখা আবেদন, ‘দায়বদ্ধতা দাবি করুন-জীবনের পক্ষে দাঁড়ান। গাজাকে অনাহারে মরতে দেবেন না। এটা আর সহ্য হচ্ছে না, পাগলামি চলছে, কিছু একটা করুন।’
রাফালোর এই বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সহ-অভিনেতা জশ ব্রোলিনও পাশে দাঁড়িয়েছেন প্রকাশ্যে। ভক্তরাও প্রশংসার ঢল নামিয়েছেন মন্তব্যের ঘরে। ‘হাল্ক’-এর এই কান্না যেন এবার ছুঁয়ে দিল বিশ্ববাসীর হৃদয়ও।