রবিবার, ০৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১১:২৬ পিএম

আরও এক বছর  পিছিয়ে গেল জিটিএ সিক্স

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১১:২৬ পিএম

আরও এক বছর  পিছিয়ে গেল জিটিএ সিক্স

জিটিএ সিক্স গেমের পোস্টার। ছবি : সংগৃহীত

একটা ট্রেলারে বিশ্ব কাঁপানো যায়- এটি রকস্টার গেমস যেন নতুন করে প্রমাণ করল জিটিএ ৬ এর প্রথম ঝলক দেখিয়ে। ২০২৩ সালের ডিসেম্বরে মাত্র ৯০ সেকেন্ডের ট্রেলারে গেমারদের বুক ধড়ফড় করা শুরু হয়েছিল। 

প্রত্যাশা ছিল ২০২৫-এই এসে পড়বে বহু প্রতীক্ষিত গেমটি। কিন্তু এখন রকস্টার জানিয়ে দিল, সেই ‘ভাইস সিটি’র ফিরতি গল্পে ডুব দিতে হলে অপেক্ষা করতে হবে আরও এক বছর। জিটিএ ৬ আসছে ২৬ মে ২০২৬ সালে।

২ মে দেওয়া এক বিবৃতিতে রকস্টার সরাসরি ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে বলে, ‘আমরা জানি এটি তোমাদের প্রত্যাশার চেয়েও দেরিতে আসছে। তবে আমরা চাই গেমটি এমন মানে পৌঁছাক, যা তোমাদের প্রাপ্য।’ 

কোম্পানির ভাষায়, ‘এই গেমটি আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে ইমারসিভ জিটিএ অভিজ্ঞতা হতে চলেছে।’

নতুন গেমের পটভূমি লিওনিডা-যেটা সবাই ‘ফ্লোরিডা’র রিমেক বলেই ধরে নিচ্ছে। পুরনো ‘ভাইস সিটি’র ঘ্রাণই সেখানে আবার ফিরবে বলে মনে করেন অনেকেই। 

এই শহরে ঘাম, বন্দুক, রোদ, নেশা আর দলীয় অপরাধের মিশেল যে কীভাবে গেমারদের আসক্ত করে রেখেছিল, সেটা বোঝাতে জিটিএ ভাইস সিটি বা জিটিএ ৫ এর দিকে একবার তাকালেই যথেষ্ট।

২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ৫ বিক্রি করেছে ২১০ মিলিয়নের বেশি কপি। এটি শুধু একটা গেম নয়, এটি একটা কালচারাল ফেনোমেনা। 

একসঙ্গে তিনটি মূল চরিত্র, বিশাল মুক্ত ও খোলা দুনিয়া, মিশন, কৌতুক, হিংসা আর হঠাৎ করে আসা প্লট টুইস্ট-এই গেম গেমারদের দিনের পর দিন বেঁধে রেখেছে স্ক্রিনে।

সেই জায়গা থেকে জিটিএ ৬-এর প্রতি উন্মাদনা অস্বাভাবিক নয়। অনেকেই ভাবছিলেন, রকস্টার হয়তো ২০২৫ সালে তা ডেলিভার করতে চলেছে। 

কিন্তু একের পর এক জল্পনা, আপডেটের অনুপস্থিতি, আর কিছু ‘লিকড ফুটেজ’-এর পর অবশেষে সত্যিটা সামনে এলো- এখনই না, আরও একবছর পর!

বেশ কিছুদিন ধরেই অনলাইনে কানাঘুষো চলছিল-রকস্টার সময়মতো গেম ছাড়তে পারবে তো? এবার সরাসরি সেই গুঞ্জনের জবাব দেয় তারা। 

দেরি হচ্ছে, কিন্তু দেরিতে আসছে বলেই ভালোটাই আসবে-এই বিশ্বাসেই ভরসা রাখতে বলে রকস্টার।

তবে এত কিছুর পরেও জিটিএ ৬ নিয়ে কিছু তথ্য রহস্যেই ঢাকা। গেমের কাহিনি, চরিত্র, গেমপ্লে-এসব এখনো ধোঁয়াশা। 

শুধু ট্রেলারে দেখা গেছে লুসিয়া নামে এক নারী চরিত্র, যার চোখে আগুন আর হাতে বন্দুক। সাথে এক পুরুষ পার্টনার-একসঙ্গে যেন একটা বনি অ্যান্ড ক্লাইড-এর স্টাইলে তারা নামবে অপরাধ জগতের রোমাঞ্চকর যুদ্ধে।

সব মিলে গেমের অপেক্ষা আরও বাড়ল, উত্তেজনা আরও চড়ল। যারা ভাবছিলেন ২০২৫ সালে তাদের কনসোলে আসবে ‘নতুন ভাইস সিটি’র গন্ধ, তাদের এখন দিনের হিসেব করে করে পৌঁছাতে হবে ২০২৬-এর গ্রীষ্মে।

রকস্টার বলেছে, আরও বিস্তারিত তথ্য ‘খুব শিগগিরই’ জানানো হবে। কিন্তু তার আগেই একটা কথাই বলা যায়-এই দুনিয়ায় জিটিএ-র মতো করে কেউ গেম বানায় না। আর যখন রকস্টার দেরি করে, তখন বোঝা যায়, ওরা ‘আসল কামড়’টার জন্য সময় নিচ্ছে।

অপেক্ষা, উত্তেজনা আর আরও এক বছরের ধৈর্য-এই তিনে মিশে তৈরি হচ্ছে গেমিং ইতিহাসের পরবর্তী মহাকাব্য: জিটিএ ৬।

আরবি/নক

Link copied!