বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১১:৫০ পিএম

কাওয়ার্ডলি ও শেমফুল: অপারেশন সিঁদুরে পাকিস্তানি তারকাদের ক্ষোভ 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১১:৫০ পিএম

কাওয়ার্ডলি ও শেমফুল: অপারেশন সিঁদুরে পাকিস্তানি তারকাদের ক্ষোভ 

মাহিরা খান, হানিয়া আমিরসহ পাঁচ পাকিস্তানি তারকা। ছবি - সংগৃহীত।

ভারতের অপারেশন সিঁদুর-এর জবাবে প্রতিবাদের ঝড় তুললেন পাকিস্তানি তারকারা। মাহিরা খান, হানিয়া আমির, ফাওয়াদ খান, মাওরা হোসেনসহ একঝাঁক জনপ্রিয় তারকা এই অভিযানের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে ক্ষোভ জানিয়েছেন। 

কারও ভাষায় এটা ‘কাপুরুষোচিত’, কেউ বলছেন ‘লজ্জাজনক’। আবার কেউ বা একে তুলনা করলেন ইজরায়েলি আগ্রাসনের সঙ্গে

মাহিরা খান ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘সিরিয়াসলি, কাওয়ার্ডলি!!! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, শুভবুদ্ধির উদয় হোক। আমিন।’ 

ওই পোস্টে ভারতের এই আক্রমণকে ‘উন্মাদ’ বলে বর্ণনা করা হয়, যেখানে দেশটির আচরণকে ইজরায়েলের সঙ্গে তুলনা করে বলা হয়েছে  ‘এরা নিজেরাই উন্মাদ হয়ে উঠেছে’।

অন্যদিকে, হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে শুধু একটি শব্দ লিখেছেন  ‘কাওয়ার্ডলি’।  

এরপর আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘নিরপরাধ মানুষদের ওপর বোমা ফেলাকে কৌশল বলা যায় না। এটা লজ্জাজনক। এটা কাপুরুষোচিত।’

এই ঘটনার বিরোধিতায় একাধিক টুইট করেন অভিনেত্রী মাওরা হোসেন। তার ভাষায়, ‘ভারতের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। নিরপরাধ সাধারণ মানুষ নিহত হয়েছেন। আল্লাহ আমাদের রক্ষা করুন… শুভবুদ্ধি ফিরিয়ে দিন… ইয়াহ আল্লাহ, হুয়া হাফিজো… #পাকিস্তানজিন্দাবাদ’

একই সঙ্গে, অভিনেতা ফাওয়াদ খান যদিও অন্যদের মতো কড়া ভাষা ব্যবহার করেননি, তবে তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বলেন, ‘এই মুহূর্তে সংযম ও শুভবুদ্ধি প্রয়োজন। উত্তেজনাকর কথা বা কাজ দিয়ে আগুনে ঘি ঢালার সময় এখন নয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার সহানুভূতি রইল। ইনশাআল্লাহ, শান্তি আসুক। পাকিস্তান জিন্দাবাদ।’

এই বিতর্কের মধ্যেই জানা গেছে, ভারতীয় ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম থেকে একাধিক পাকিস্তানি তারকার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। ‘অ্যাকাউন্ট আনঅ্যাভেইলেবল ইন ইন্ডিয়া’  এমন বার্তা দেখা যাচ্ছে। 

মাহিরা, হানিয়া, ফাওয়াদ খান, আলি জাফর, আতিফ আসলাম, সাজল আলি এবং আহাদ রাজা মিরদের প্রোফাইলে একটি ‘লিগ্যাল রিকোয়েস্ট’-এর ভিত্তিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। তারই প্রতিক্রিয়ায় ৭ মে ভোরে ভারত অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান এবং পিওকে-তে একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই অভিযানে অন্তত ১৭ জন সন্ত্রাসবাদী নিহত হয়, আহত ৬০-এর বেশি।

ভারত সরকারের তরফে জানানো হয়েছে, এই হামলাগুলি ছিল ‘পরিমিত’ পদক্ষেপ। তবে পাকিস্তানি তারকাদের চোখে এটা ‘শান্তির বার্তা’ নয়, বরং যুদ্ধের ডাক।

রূপালী বাংলাদেশ

Link copied!