‘দুষ্টু কোকিল’ গানের মতোই সুকণ্ঠী গায়িকা দিলশাদ নাহার কনার ব্যক্তি জীবনেও দুষ্টু কোকিলের আগমন ঘটেছে। সেই কোকিলের জন্য দীর্ঘ এক যুগের সম্পর্কের ইতি টেনেছেন সম্প্রতি। গত ১৬ জুন গহীনের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলে জানিয়েছেন কনা নিজেই।
এরপর গায়িকার পরকীয়া প্রেম নিয়ে কম চর্চা হয়নি। নতুন খবর হচ্ছে, কনার ডিভোর্সের একটি উকিল নোটিশের কপি দৈনিক রূপালী বাংলাদেশের হাতে এসেছে। সেখানে দেখা যায়, কনার ডিভোর্সের উকিল নোটিশে দুইজন সাক্ষী হয়েছেন। কনার ডিভোর্স নোটিশের দুইজন সাক্ষীর একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অন্যজন, গোলাম মোর্শেদ নামের এক ব্যক্তি।
এই অভিনেত্রী শুধু কনার বন্ধু নন, গায়িকার স্বামী গহীনের সঙ্গেও তার ছিল সু-সম্পর্ক। তবে হঠাৎ করেই সেই সম্পর্কে ফাটল কেন তা জানা যায়নি। বিভিন্ন সময় এই তিনজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। প্রশ্ন উঠেছে পরিবারের মানুষ থাকতে নুসরাত ফারিয়া ও গোলাম মোর্শেদ কনার ডিভোর্সের সাক্ষী হওয়া নিয়ে, যা নিয়ে বেশ জল্পনা চলছে।
সংগীতশিল্পী কনা কয়েক মাস আগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুপিসারে চুটিয়ে প্রেম করছেন তিনি। দীর্ঘদিন ধরেই তাদের এই পরকীয়া সম্পর্ক চলমান বলে দৈনিক রূপালী বাংলাদেশ নিশ্চিত হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি করে বিচ্ছেদের খবর সামনে আনেন কনা। তবুও সমালোচনা পিছু ছাড়ছে না এই গায়িকার। পরিবারকে উপেক্ষা করে কেন কনার ডিভোর্স নোটিশে নুসরাত ফারিয়া ও গোলাম মোর্শেদ সাক্ষী হয়েছেন তা জানা যায়নি।
আপনার মতামত লিখুন :