জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের আজকের দিনে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা শিল্পী। গায়কের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সংগীত সংশ্লিষ্টরা ও ভক্ত-অনুরাগীরা।
শাফিনকে স্মরণ করে বাংলা গানের যুবরাজ আসিফ আকবর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- ৯৪ সাল, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তখন কুমিল্লায় ব্যান্ড গঠন নিয়ে আমাদের উন্মাদনা ছিল। একজন ইয়াং স্যার ক্লাসেই বিরক্ত হয়ে বললেন- ব্যান্ড নিয়ে এত ব্যস্ত! তুমি কি হামিন-শাফিন হতে পারবা! বুঝলাম স্যার নিজেও ৯০-এর মিউজিকের অনুরক্ত। স্যারকে বললাম- উনারা তো লিজেন্ড স্যার, অন্তত আসিফ তো হতে পারব!
উত্তাল জুলাইয়ের কথা উল্লেখ করে এই গায়ক আরও লিখেছেন, গত বছর এই দিনে আমার কনসার্ট ছিল পর্তুগালের লিসবনে। উত্তাল জুলাইয়ে আমরা দেশ থেকে বিচ্ছিন্ন, ইন্টারনেট নাই। কনসার্ট শেষে ফেসবুকে দেখলাম মাইলসের শাফিন ভাই আর নেই। খুব শকড হয়ে একটা পার্কে গভীর রাত পর্যন্ত বসেছিলাম। পরে নিউইয়র্কের প্রমোটর আলম ভাইকে ফোন দিয়ে বিস্তারিত জানলাম।
শাফিন আহমেদকে অসম্ভব শ্রদ্ধাভাজন একজন জানিয়ে তিনি লিখেছেন, শাফিন ভাই আমার অসম্ভব শ্রদ্ধার একজন পারফর্মার। উনার অনেক গান স্টেজে গেয়ে নিজেকে প্রস্তুত করেছি। শাফিন ভাইয়ের সঙ্গে মোবাইল টেক্সটে কথোপকথন হতো। দেখা হয়েছে খুব কম, তিনি সবসময়ই ছিলেন স্নেহপরায়ণ। তরুণ মুন্সীর কথা-সুরে একটা গানও প্রডিউস করেছিলাম, তিনি ভয়েসও দিয়েছেন। গানটি এখনো সেভাবেই রয়ে গেছে। আজ শাফিন আহমেদ ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই। শাফিন ভাই- আপনার জন্য জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন।
শাফিন আহমেদ ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার। তিনি মাইলস ব্যান্ডের সদস্য ছিলেন। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেন। এছাড়াও বেশ কিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।
আপনার মতামত লিখুন :