ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

জুলাই আমাদের অহংকার, আজ ৩২শে জুলাই: আসিফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৫:৩৭ পিএম
গায়ক আসিফ আকবর স্মরণ করলেন জুলাইয়ের স্মৃতি। ছবি- সংগৃহীত

সময়ের প্রবাহ থেমে থাকে না, কিন্তু কিছু মুহূর্ত, কিছু ত্যাগ আর কিছু চেতনা ইতিহাস হয়ে গেঁথে থাকে মানুষের হৃদয়ে। ২০২৪ সালের জুলাই তাই কেবল একটি মাস নয়, বাংলাদেশের গণসচেতনতা, রাজনৈতিক প্রতিবাদ এবং নাগরিক অধিকার রক্ষার এক জ্বলন্ত অধ্যায়। সেই আন্দোলনের এক বছর পেরিয়ে, আগস্টের প্রথম দিনটিতে গায়ক আসিফ আকবর স্মরণ করলেন সেই গৌরব, সেই রক্তঝরা দিনগুলোর কথা।

নিজের সামাজিক মাধ্যমে করা একটি পোস্টে তিনি লেখেন, ‘জুলাই বিপ্লব, জুলাই বিপ্লবী, জুলাই শহীদ, জুলাইয়ে আহত বীর- ২০২৪। আমাদের অহংকার।’ 

আসিফের পোস্ট

সংক্ষিপ্ত অথচ গম্ভীর, আবেগতাড়িত এই বক্তব্যের শেষে তিনি জুড়ে দিয়েছেন একটি শক্তিশালী বাক্য, ‘আজ ৩২ শে জুলাই …’ 

তিনি একদিকে যেমন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তেমনি তুলে ধরেছেন জাতিগত প্রতিবাদের এক চেতনাকে, যা ভুলে যাওয়ার নয়, ভোলারও নয়। 

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে দেশের ইতিহাসে বিরল এক গণআন্দোলনের সূচনা হয়। রাজধানীসহ বিভিন্ন জেলায় হাজার হাজার শিক্ষার্থী ও পরে সাধারণ মানুষও রাজপথে নামে তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে। সংঘর্ষ, দমন-পীড়ন আর সহস্রাধিক মানুষের রক্তের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হয় দেশ।

উল্লেখ্য, আসিফ আকবর বরাবরই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট রেখেছেন। বিএনপি ঘরানার এই শিল্পী দীর্ঘদিন ধরেই জিয়া পরিবারের প্রতি ঘনিষ্ঠতা ও আনুগত্য প্রকাশ করে এসেছেন। তিনি অতীতে রাজনৈতিক ও সাংস্কৃতিক নানা ইস্যুতেই নিজের অবস্থান জানিয়েছেন—কখনও গানে, কখনও সরাসরি মন্তব্যে।

 আসিফ আকবর । ছবি- সংগৃহীত

আসিফের এই পোস্টও ঠিক তেমনই এক প্রতিবাদী কণ্ঠস্বর, যেখানে তিনি উচ্চারণ করেছেন ইতিহাসের প্রতি তার শ্রদ্ধা। ‘জুলাই শহীদ’ কিংবা ‘আহত বীর’ শুধু শব্দ নয়, এই ভাষ্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের প্রতি নির্দেশ করে, যা এসেছে একজন প্রতিবাদী শিল্পীর কণ্ঠে, একজন সচেতন নাগরিকের হৃদয় থেকে।