আবির হাসান
দুঃখনাদ
কত রাত জেগে আছি নির্ঘুম, মৌন আঁধারের ব্যথা
বুকে সয়ে চেয়ে থাকি অসীমারণ্যে—
কিন্তু তুমি আসোনাই এ হিয়ার রূপালী প্রদীপ হয়ে!
পরিশ্রান্ত জবান কোলাহল ভুলে শুধু প্রতীক্ষা করে
একটি সতেজ প্রেমের!
সাদা প্রজাপতির মতো উথাল-পাতাল
আবেগ উপচে পড়ে মায়ার জমিনে—
তবুও আজ অগণিত মানুষের মিছিলে
আমি একলা পথের মুসাফির—
হৃদপোড়া শব্দ দিয়ে নিজেকে চূর্ণ বিচূর্ণ করে
কবিতায় ডুবে থাকি!
কিন্তু আজ কতদিন হৃদয়ের মর্মস্পর্শী শব্দরা
জীবনানন্দের কবিতাকে স্পর্শ করেছে প্রাণখুলে—
তবুও আমার জীবনে কোনো বনলতা সেন আসে নাই!