কালের গহ্বরে হারিয়ে যায় সময়, রেখে যায় নানা গুরুত্বপূর্ণ ঘটনা। ইতিহাস আমাদের শেখায়, অনুপ্রেরণা দেয় এবং নতুন দিগন্তের সন্ধান দেয়। আজ ১৪ মার্চ ২০২৫, শুক্রবার। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।
ঘটনাবলি
১৮৬৪ - স্যার স্যামুয়েল বেকার আফ্রিকার অ্যালবার্ট হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।
১৮৯১ - ইংলিশ চ্যানেলে প্রথমবারের মতো ডুবোতাহাজ টেলিফোন লাইন স্থাপন করা হয়।
১৯২৫ - প্রথম ট্রান্স-আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।
১৯৩১ - ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।
১৯৩৯ - কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।
১৯৫৫ - ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।
১৯৭৩ - বিজ্ঞানী মণিলাল ভৌমিক প্রথমবারের মতো এক্সিমার লেজারের কথা ঘোষণা করেন।
১৯৭৮ - ইসরাইল লেবাননের ওপর সামরিক আগ্রাসন চালায়।
১৯৯০ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০৭ - পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন।
জন্মদিন
১৮৫৪ - পাউল এরলিখ, নোবেলজয়ী জার্মান চিকিৎসক ও বিজ্ঞানী।
১৮৭৯ - আলবার্ট আইনস্টাইন, নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী।
১৯৩৩ - মাইকেল কেইন, বিখ্যাত ইংরেজ অভিনেতা।
১৯৬৫ - আমির খান, বলিউড অভিনেতা ও প্রযোজক।
মৃত্যুবার্ষিকী
১৮৮৩ - কার্ল মার্ক্স, প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও মার্ক্সবাদ তত্ত্বের প্রণেতা।
১৯৭৬ - পল্লীকবি জসিমউদ্দিন, খ্যাতিমান বাঙালি কবি ও সাহিত্যিক।
২০১৮ - স্টিফেন হকিং, বিশ্বখ্যাত ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ।
১৪ মার্চ বিশ্বব্যাপী "পাই দিবস" হিসেবে পালিত হয়, যা গণিতবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এটি আলবার্ট আইনস্টাইনের জন্মদিনও।
ইতিহাসের পথ ধরে এগিয়ে যাক আগামী প্রজন্ম! 
 
        
                            
                                    

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন