ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বুধবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:৪৮ এএম
আজকের রাশিফল। ছবি- সংগৃহীত

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার উপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ২০২৫,  চলুন দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে আপনার রাশি কী বার্তা দিচ্ছে।

মেষ: আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। দৈনন্দিন কাজের চাপ বাড়বে। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর বাড়বে। স্ত্রী-রোগের প্রকোপ বাড়তে পারে। বাণিজ্য বিস্তারের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আইনি জটিলতা বাড়তে পারে।

বৃষ: আজ অন্যের প্রতি প্রত্যাশা রাখলে আঘাত পেতে পারেন। মানসিক চিন্তা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন করুন। আমদানি-রপ্তানির ব্যবসা লাভজনক হবে। নতুন ব্যবসায়িক প্রচেষ্টায় সফল হবেন।

মিথুন: কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। কাছের বন্ধুর থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। সাংসারিক সমস্যার সমাধান হবে। কাউকে অর্থ সাহায্য করার আগে বিবেচনা করা উচিত। শিল্পী কলাকুশলীদের প্রতিভার বিকাশ হবে। দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ আছে।

কর্কট: দীর্ঘদিনের পারিবারিক বিবাদ আজ মিটতে পারে। আজ ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ না করাই শ্রেয়। ভ্রমণে বিপদের ইঙ্গিত রয়েছে। বিদেশে বেশি মাইনের চাকরির প্রস্তাব পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে।

সিংহ: অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ করলে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের যথাযথ মূল্য নাও পেতে পারেন। অংশীদারি চুক্তি এড়িয়ে চলুন। উপার্জন ভালোই থাকবে তবে সঞ্চয় কম হবে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা আছে।

কন্যা: অযথা উদ্বেগ বাড়বে। লোহা ও লৌহজাত দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা রয়েছে। কর্মস্থান পরিবর্তন হতে পারে। পুরোনো ঘর-বাড়ি সংস্কার ও নির্মাণের কারণে অর্থব্যয় হতে পারে। স্ত্রী-রোগের প্রকোপ বাড়তে পারে।

তুলা: আজ জীবনসঙ্গীর শারীরিক অবনতি ঘটতে পারে। কর্মক্ষেত্রে অসতর্কতায় ভুল-ভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞাতিশত্রু আপনাকে বিব্রত করতে পারে। কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। বাবার স্বাস্থ্যহানি হতে পারে।

বৃশ্চি: উচ্চমর্যাদাপূর্ণ কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন। শৌখিন দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। কর্মক্ষেত্রে কৌশলে সমস্যার সমাধান করতে পারবেন। অযোগ্য ব্যক্তিকে অর্থ ধার দিলে সমস্যায় পড়তে পারেন। হাড় ও চর্ম রোগের সমস্যা বাড়বে। ন্যায্য প্রাপ্তিতে বিলম্ব হতে পারে।

ধনু: আর্থিক বিনিয়োগ থেকে আজ বিরত থাকুন। চোখের সমস্যা বাড়তে পারে। কর্ম পরিবর্তন বা স্থানান্তরের ইঙ্গিত রয়েছে। যৌথ ব্যবসা লাভজনক থাকবে। পরোপকারের কারণে অর্থব্যয় হতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের শত্রুসংখ্যা বাড়তে পারে। কাছের বন্ধুর সঙ্গে সম্পর্ক জটিল হওয়া সম্ভাবনা।

মকর: আজ সঠিক পরিকল্পনার অভাবে খরচ বাড়বে। দালালি ও কমিশন সংক্রান্ত ব্যবসা লাভজনক থাকবে। ক্রনিক রোগের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের ঋণ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। অবিবাহিতদের বিবাহ সংযোগ স্থাপন হতে পারে। প্রভাবশালী ব্যক্তির শত্রুতা পেতে পারেন।

কুম্ভ: তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্যে অশান্তি বাড়তে পারে। দীর্ঘমেয়াদি ক্ষেত্রে অর্থ বিনিয়োগ লাভজনক হবে। কর্মপ্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। নিজে থেকে কারও উপকার করলে সুনামহানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন: ব্যবসায়িক জটিল পরিস্থিতি আজ আয়ত্তে আসবে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। চুক্তিভিত্তিক কর্মসংযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। হিতৈষী বাক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।