রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পারখোদা ত্রিমহনী গ্রামের মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাউসার (৩০)।
হাইওয়ে পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী সবজিবোঝাই একটি পিকআপের চাকা কল্যাণপুর এলাকায় পাংচার হয়ে যায়। চালক-হেলপার সড়কের পাশে গাড়ি সাইড করে চাকা মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় দৌলতদিয়াগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে সজোরে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, নিহতদের লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।