ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:২৫ এএম
নেদারল্যান্ডসের রানি মাক্সিমার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বিশ্ব রাজনীতির কেন্দ্রস্থল এই সম্মেলনে ড. ইউনূস বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জাতিসংঘ সংস্থার প্রধানগণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাৎ

ড. ইউনূস জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী দিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে জানান, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে পরিচালনার জন্য অঙ্গীকারবদ্ধ। তিনি নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে উৎসাহিত করেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী আলবানিজ বাংলাদেশের প্রবাসীদের অবদানকে অত্যন্ত ইতিবাচকভাবে তুলে ধরেন। তিনি বলেন, তার নিজের নির্বাচনি এলাকায় বাংলাদেশি অভিবাসীরা শিক্ষা, ব্যবসা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার স্মৃতিচারণও করেন।

নেদারল্যান্ডসের রানির সঙ্গে বৈঠক

ড. ইউনূস নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। রানি ম্যাক্সিমা জাতিসংঘ মহাসচিবের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের বিশেষ অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।

এই বৈঠকে গ্লোবাল সাউথ তথা উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য বিমার বিস্তার, জীবন ও স্বাস্থ্য বিমায় উদ্ভাবন, দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং পেনশন স্কিম চালুর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস গর্ভবতী মায়েদের জন্য জরুরি ঋণ এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রস্তাব দেন, গ্রামীণ নারীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সংযুক্ত করতে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে, যা হাজারো জীবন বাঁচাতে সহায়ক হবে।

বৈঠকে ড. ইউনূস ওষুধ শিল্পের বৈশ্বিক কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব দেন এবং বলেন, ‘সামাজিক ব্যবসায়িক মডেলে পরিচালিত ওষুধ প্রস্তুতকারকদের মাধ্যমে উৎপাদিত টিকা হবে আরও সাশ্রয়ী ও সহজলভ্য।’

ড. ইউনূস রানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় নেদারল্যান্ডসের উত্তরাধিকারী রাজকুমারী ক্যাথারিনা-আমালিয়াও উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধীনে স্বাস্থ্য খাতে কার্যক্রম তদারককারী প্রতিষ্ঠান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।

এই বৈঠকে তারা গ্লোবাল হেলথ অগ্রাধিকার, কোভিড-পরবর্তী বিশ্বে স্বাস্থ্য নিরাপত্তা, টিকা উন্নয়ন এবং উন্নয়নশীল দেশে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করেন। উভয়পক্ষ স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

দুটি আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ

বিশ্ব নেতাদের সাথে বৈঠকের পাশাপাশি ড. ইউনূস আরও দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে অংশ নেন। প্রথমটি ছিল ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট’–যেখানে উন্নয়নের জন্য ফ্যাশন ও শিল্পকলাকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে আলোচনা হয়।

দ্বিতীয়টি ছিল সামাজিক উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারিত্ববিষয়ক একটি উচ্চপর্যায়ের আলোচনা সভা, যেখানে সরকারি নীতিনির্ধারক, করপোরেট প্রতিনিধি ও সামাজিক উদ্যোক্তারা অংশ নেন। ড. ইউনূস এই বৈঠকে সামাজিক ব্যবসা মডেলের সফল উদাহরণ তুলে ধরেন এবং নীতি-সহযোগিতার আহ্বান জানান।