ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বৃষ্টির দিনে খিচুড়ি কেন বাঙালির প্রিয়?

ফিচার ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:৩২ এএম
খিচুড়ি। ছবি - সংগৃহীত।

আকাশে মেঘ জমলে, টুপটাপ বৃষ্টি শুরু হলে আর চারপাশে যখন জলজটলা- ঠিক তখনই যেন মনটা খিচুড়ি খাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। বাঙালির বৃষ্টিবিলাসে এক থালা গরম খিচুড়ি যেন এক অনিবার্য উপাদান। কিন্তু কেন এমনটা হয়? কেন বৃষ্টির সঙ্গে খিচুড়ির এই অদ্ভুত মিলন?

বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে আছে আবহাওয়ার প্রভাব, ঐতিহাসিক রন্ধন সংস্কৃতি এবং শারীরিক উপকারিতা- সব মিলিয়েই গড়ে উঠেছে এক অনন্য খাদ্য-সংস্কৃতি।

ঐতিহাসিক প্রেক্ষাপট

খিচুড়ির উৎপত্তি নিয়ে রয়েছে একটি জনপ্রিয় বিশ্বাস। বলা হয়ে থাকে, এই খাবারের প্রাথমিক জনপ্রিয়তা আসে বাংলার বাউল সম্প্রদায়ের মধ্যে থেকে। তারা পথে-ঘাটে গান গেয়ে দক্ষিণা হিসেবে পেতেন চাল ও ডাল। সেগুলোকেই একসঙ্গে মিশিয়ে সহজভাবে রান্না করতেন, যা পরে পরিচিতি পায় ‘খিচুড়ি’ নামে।

পরে গ্রামবাংলার গৃহিণীরাও এই খাবারকে গ্রহণ করেন, বিশেষ করে বর্ষাকালে। তখনকার দিনে গ্রামীণ রান্নাঘরগুলো মূল ঘরের বাইরে থাকত। বৃষ্টিতে চুলা ভিজে যেত, বাজারে যাওয়া কঠিন হয়ে পড়ত। ফলে ঘরে থাকা চাল-ডাল দিয়েই তৈরি করা হতো সহজসাধ্য খিচুড়ি। মাঝে-মধ্যে বাড়ির উঠোনে লাগানো সবজি কিংবা আলু কেটে মেশানো হতো এতে। সেখান থেকেই জন্ম নেয় সবজি খিচুড়ি।

খিচুড়ি ও আবহাওয়ার সংযোগ

বৃষ্টির দিনে আমাদের শরীরের বিপাকক্রিয়া কিছুটা ধীর হয়, ঠাণ্ডা আবহাওয়ায় ভারী খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। খিচুড়ি এমন এক পদ, যা একই সঙ্গে সহজপাচ্য, পুষ্টিকর ও তৃপ্তিদায়ক। এটি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই স্বস্তি এনে দেয়। বিশেষ করে গরম গরম খিচুড়ি খেলে ঠাণ্ডা লাগা বা গলা ব্যথার মতো সমস্যাও কিছুটা উপশম হয়।

শুধু চাল আর ডাল নয়, খিচুড়িতে ফাইবার থাকে প্রচুর পরিমাণে, যা হজমে সহায়ক। আবার বেশি উপকরণ থাকায় এটি অনেকক্ষণ ধরে পেট ভরিয়ে রাখতে পারে। বৃষ্টির দিনে এমন আরামদায়ক ও পুষ্টিকর খাবার খুঁজে পাওয়া সত্যিই মুশকিল।

খিচুড়ির নানা রূপ ও সঙ্গী পদ

বর্তমানে খিচুড়ির রয়েছে নানা ধরনের বৈচিত্র্য। কেউ পছন্দ করেন নিরামিষ সবজি খিচুড়ি, কেউবা ঝরঝরে ডাল-চালের খিচুড়ি। আবার এর সঙ্গে বেগুন ভাজা, ডিম ভাজি বা অমলেট, ডালনা কিংবা ভর্তা- সবই খিচুড়িকে করে তোলে পরিপূর্ণ। অনেকের কাছে সবচেয়ে প্রিয় পদ হলো ইলিশ মাছ ভাজা কিংবা গরুর মাংসের সঙ্গে খিচুড়ি।

বস্তুত, বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে এমন অতিরিক্ত পদ যেন বাড়তি আনন্দ এনে দেয়।

নস্টালজিয়া ও খিচুড়ি

খিচুড়ি শুধু খাবার নয়, এটি আমাদের শৈশব, পারিবারিক সময় আর বর্ষাকালের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। একফালি জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে পরিবারের সবাই মিলে খিচুড়ি খাওয়ার সেই মুহূর্তগুলো আজও অনেকের মনে গেঁথে আছে।

এই নস্টালজিয়া আর বাস্তব প্রয়োজন- দুই মিলেই খিচুড়িকে বৃষ্টির দিনে বাঙালির কাছে করে তুলেছে সবচেয়ে প্রিয় খাবার।