সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


তাহমিনা বৃষ্টি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:১৩ পিএম

জেনে নিন সিজারের কাটা দাগ সম্পর্কে

তাহমিনা বৃষ্টি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সি সেকশন বা সিজারের মাধ্যমে সন্তান প্রসবের পর মায়ের পেটে কাটা দাগের চিহ্ন সারাজীবন থেকে যায়। যদিও এখন লেজারের মাধ্যমে এই দাগ দূর করা সম্ভব। তবে সবার ক্ষেত্রে তো আর লেজার করা সম্ভব হয় না। কারণ এতে গুনতে হয় মোটা অঙ্কের অর্থ। তবে এখনকার অনেকেরই দাবি বিভিন্ন ধরনের ক্রিম, জেল ব্যবহার করে এই সিজারের দাগ নাকি দূর করা যায়। আসলেই কি সিজারের দাগ পুরোপুরি রিমুভ করা সম্ভব? আসেলেই কী মিশে যায়?  দুইজন সিজারিয়ান মায়ের সঙ্গে কথা বলে পাঠকদের জন্য তুলো ধরা হলো।

ফারজানা রহমান বলেন, আমি ছয় বছর আগে সিজারের মাধ্যমে মা হই। বর্তমানে বেশিরভাগ ডেলিভারিই করা হয় সিজারের মাধ্যমে। কেউ ইচ্ছা করে আর কেউ অনিচ্ছাকৃত সিজার বা সি-সেকশন করে থাকেন। যদিও সিজার করা শারীরিক ক্ষতি ছাড়া আর কিছুই নয়। তাই একান্ত বাধ্য না হলে, সিজার না করাই ভালো। নিশ্চয়ই জানেন, ডেলিভারির পর পেটে সিজারের দাগ রয়েই যায়। যা দেখতেও বেশ বাজে দেখায়। সিজারের দাগ দূর করার জন্য আমি অনেক ধরনের ক্রিম, জেল, মেডিসিন ব্যবহার করেছি কিন্তু কোন কিছুতেই কাজ হয় নি। পরবর্তীতে নিজের থেকেই সবকিছু বাদ দিই। কারণ আমি বুঝতে পারি, সিজারিয়ান দাগ একেবারে মিশানো সম্ভব নয়।

অপরদিকে সদ্য সিজারে মা হওয়া সুমাইয়া আক্তার বলেন, আমি প্রথম থেকেই চাইতাম নরমাল ডেলিভারি। দুর্ভাগ্যবশত শেষ সময়ে জটিলতা থাকার কারণে আমাকে সিজার করতে হয়েছে। সিজারের পর কাঁটা দাগ নিয়ে আমি বেশ চিন্তায় পড়ে যাই! কীভাবে এই দাগ দূর করা যায়, তা খুঁজতে থাকি। ফেসবুক, ইউটিউব দেখে অনেক কিছু ট্রাই করি। কিন্তু কোন কিছুতেই ফলাফল পাইনি। ডেলিভারির পর সিজারের মার্ক কমে হালকা হয়ে আসে। পুরোপুরি সারে না। লেজার ট্রিটমেন্ট প্রচুর ব্যয়বহুল হওয়ায় আমার পক্ষে করা সম্ভব নয়।

ফারজানা রহমান এবং সুমাইয়া আক্তারের ভাষ্যমতে একজন সিজারিয়ান মায়ের সিজারের এই দাগ পুরোপুরি শেষ হবে না। সময়ের সঙ্গে সঙ্গে হালকা হয়ে আসবে। তবে না মিশে যাবে না। ধারাবাহিক এই প্রতিবেদনের পরবর্তী সংখ্যায় আমরা জানব, এ বিষয়ে চিকিৎসকরা কী বলেন? 

আরবি/ আরএফ

Shera Lather
Link copied!